ফের দুঃসংবাদ! মাত্র ৫ মাসেই বন্ধ হচ্ছে এই জনপ্রিয় মেগা ধারাবাহিক, অবাক দর্শক

রাজরাজেশ্বরী রাণী ভবানী

বর্তমানে ধারাবাহিকের আয়ু খুব বেশি সময় থাকে না সেটা দর্শকের অজানা নয়, কারণ আচমকাই তিন মাস হতে না হতেই টিআরপির অভাবে সিরিয়াল বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে এবার আরও এক ধারাবাহিক বন্ধ হতে চলেছে যা ছয় মাসও হয়নি টিভির পর্দায় শুরু হয়েছে, যা শুনে অবাক হচ্ছেন দর্শক।

শুরুতে ধারাবাহিকটি দর্শকের পছন্দের হলেও টিআরপি তালিকা থেকে বেশ কয়েক মাস যাবদ বাদ পরেছে। মাত্র একবারই বেঙ্গল টপারের খেতাব জিতেছিল এই ধারাবাহিক। তারপরেই টিআরপি তলানিতে। যার জেরেই কোপ পরেছে ধারাবাহিকের উপর।

নতুন ধারাবাহিকের জন্য এবার বন্ধ হতে চলেছে স্টার জলসার রাজরাজেশ্বরী রাণী ভবানী। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্য। খুব শীঘ্রই স্টার জলসা থেকে বিদায় নিচ্ছে এই ধারাবাহিক। ২০২৫-এ ৭ জুলাই থেকে শুরু হয়েছিল এই ধারাবাহিক।

বাংলার বীরাঙ্গনা রাণী ভবানীর জীবন ও সংগ্রাম নিয়ে এই ধারাবাহিকের বাকি কলাকুশলীরাও ইতি মধ্যে পোস্ট শেয়ার করে তাদের শেষ দিন এর শুটের কথা জানান দিয়ে দিয়েছে। তবে চ্যানের তরফে এখন কোন আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

রাজরাজেশ্বরী রাণী ভবানী

Previous article300+ সেরা চোখ নিয়ে উক্তি । Eye Quotes In Bengali
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।