যার শুরু আছে তার শেষও আছে – এই কথা সবক্ষেত্রে প্রযোজ্য। তবে কম সময়ের মধ্যে হলে সেটা একটু অবাক হতে হয়। আশাকরি বুঝতে পেরেছেন এখানে বাংলা ধারাবাহিকের কথা বলা হচ্ছে। বর্তমান যুগে বাংলা ধারাবাহিকের মেয়াদ কিন্তু খুবই কম। যারা টিআরপি তালিকায় খুব ভালো রেটিং পায় তারাই টিকে থাকে। তবে সংখ্যা নেহাত কম।
আগেকার ধারাবাহিক টিআরপি উপর নির্ভর করত না, তাই জনপ্রিয়তা না পেলেও গল্প শেষ হওয়া পর্যন্ত টিভিতে দীর্ঘদিন ধরে সম্প্রচার হত। যুগ বদলেছে, সময় পাল্টেছে, পাল্লা দিয়ে পাল্টাচ্ছে বিনোদন জগতও। এখন টিআরপি শেষ কথা, তাই মাত্র ২/৩ মাসেই ধারাবাহিক কোনও মতে সমাপ্তি দেখানো হয়।
এবার শোনা যাচ্ছে চলতি মাসেই বন্ধ হতে চলেছে জি-বাংলার আরও এক ধারাবাহিক। এই ধারাবাহিক বন্ধ হওয়ার খবর অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। তবে ধারাবাহিকের নায়িকা জানিয়েছিলেন এরকম খবর তাদের কাছে এখনও পৌঁছায়নি। তবে এবার শোনা যাচ্ছে অবশেষে ধারাবাহিক শেষ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন চ্যানেল। চলতি মাসেই বন্ধ হচ্ছে জি-বাংলার ‘মুকুট’ ধারাবাহিক।