‘শরীরে তেমন কোনও রোগ ছিল না… বোঝার সময়টুকু দিলেন না…এই ক্ষতি আর কখনও পূরণ হবে না’, স্বামী জয় বন্দ্যোপাধ্যায়ের শ্রাদ্ধানুষ্ঠানে চোখে জল স্ত্রী অঙ্কিতার

অঙ্কিতা বন্দোপাধ্যায়

অভিনেতা তথা রাজনীতিবিদ জয় বন্দোপাধ্যায়ের মৃত্যুতে আজও শোকাহত টলিউড। কিছুদিন আগেই সম্পন্ন হল অভিনেতার শ্রাদ্ধানুষ্ঠান। এদিন উপস্থিত ছিল টলিউডের সহ-কর্মীরা। উপস্থিত ছিলেন প্রাক্তন স্ত্রী অনন্যাও।

এদিন ভেঙে পরতে দেখা যায় , জয় বন্দোপাধ্যায়ের বর্তমান স্ত্রী অঙ্কিতা বন্দোপাধ্যায়। তিনি জানান, জয় খুব প্রাণবন্ত একজন মানুষ ছিল। ছ’বছরের কোনদিনও অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতে দেখিনি। শরীরে তেমন কোনও রোগ ছিল না বলেই আমার জানা। শেষ কয়েক মাস শরীর একটু খারাপ হলেও পার্টির কাজে সল্টলেকে নিয়মিত যেতেন। হঠাৎ করেই ১৫ তারিখ অসুস্থ হয়ে পড়লেন, তারপর চলে গেলেন। এটাই সবথেকে খারাপ লাগছে যে, বোঝার সময়টুকু দিলেন না।” তিনি আরও যোগ করলেন, “আমার শাশুড়ি মা, মানে জয়ের মায়ের অনেকটাই বয়স হয়েছে।

জয়ের প্রথম স্ত্রীর সম্পর্কে কথা বলতে গিয়ে অঙ্কিতা জানান, “অনন্যা দি জয়ের প্রাক্তন হলেও, কোনদিনও সেটা বুঝতে দেয়নি আমাকে। বিশেষ করে জয় চলে যাওয়ার দিন থেকে আমাদের পাশে যেভাবে উনি থেকেছেন, নিজের পরিবারও থাকে না। আমাদের তিন জনের অনেক ভালো মুহূর্ত রয়েছে একসঙ্গে। এখন আমরা দুজনেই আছি, কোনরকম দূরত্ব আনতে চাই না আর।”

সূত্রঃ https://tollygossip . com/entertainment-news/tollywood/ankita-banerjee-remembers-joy-banerjee-with-tears-and-memories-at-the-funeral-ceremony-56283