শৈশবের স্মৃতি যতই অস্পষ্ট হোক না কেন, তা দেখলেই যে এক নিমেষে ফিরে যাওয়া যায় ছোটবেলার সরলতা ভরা শৈশবে। ঠিক তেমনই ছবিতে সাদা রঙের পাঞ্জাবী পরে ক্যামেরার দিকে দুষ্টু চোখে তাকিয়ে থাকা এই খুদে আসলে কে? তা কি আপনারা আন্দাজ করতে পারছেন?
ইনি হলেন বিখ্যাত স্ট্যান্ড আপ কমেডিয়ান সঙ্গীত তিওয়ারি। তিনি অভিনেত্রী সঞ্চারী মন্ডলের স্বামীও। সম্প্রতি ছোটবেলার একটি ছবির সঙ্গে বর্তমানে একটি ছবি কোলাজ করে সঙ্গীত ফেসবুক পোস্টে লেখেন, ‘ম্যাটার করে না আজকে কত স্যালারি! ছবি কিন্তু ভালো হয় ছোটবেলারই।’
সঙ্গীত শুধু একজন নামী স্ট্যান্ড আপ কমেডিয়ান তা নয়, একজন নামি পরিচালকও বটে। জি বাংলার ‘মিরাক্কেল’ থেকে জনপ্রিয়তা অর্জন করার পর আজ তিনি একাধিক জনপ্রিয় অনুষ্ঠানের পরিচালক। এই মুহূর্তে একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও ভীষণ পরিচিত সঙ্গীত। স্ত্রী সঞ্চারী মন্ডলের সঙ্গে মজার কনটেন্ট তৈরি করেন তিনি।