মাত্র আড়াই বছর বয়সে ভারতশ্রেষ্ঠ’ বাংলার এই খুদেকন্যা, ইতিহাস রেকর্ড গড়ল ছোট জিনিয়া

 জিনিয়া মান্না

অবাক কান্ড! সবে মাত্র আড়াই বছর বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ২০২৪-এ পুরস্কৃত হলেন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের ,মোহিষগোট গ্রামের ছোট্ট মেয়ে জিনিয়া মান্না। যাকে বলে অসাধ্য সাধন। ছোট্ট খুদের এই বিরল কৃতিত্বের জন্য উচ্ছ্বসিত তার গোটা পরিবারের সদস্যরা তথা সমগ্র ভারতবাসী।

মাত্র আড়াই বছর বয়সেই একনিমেষে বিভিন্ন দেশের ফ্ল্যাগ দেখেই দেশের নাম বলে দিতে পারে ছোট্ট জিনিয়া। শুধু তাই নয়, ইংরেজিতে ১২টি মাসের নাম, সপ্তাহের সাত দিনের নাম, ৬টি ঋতুর নাম, এছাড়াও নানান কবিতা গড়গড়িয়ে বলে দিতে পারে সে।

মাস দুয়েক আগেই জিনিয়ার পরিবার থেকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তার নাম নথিভুক্তিকরণের জন্য সমস্ত তথ্য পাঠিয়েছিল। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফ থেকে বিচার বিবেচনা করে পুরস্কৃত করা হয় জিনিয়া কে। এমনকি সংস্থার তরফে জিনিয়াদের বাড়িতে পৌঁছে যায় একটি মেডেল, শংসাপত্র, পেন সহ একাধিক উপহার।

মা রুম্পা মান্না ও বাবা তুষার মান্না জানান, এত ছোট বয়সে তাদের মেয়ের এই প্রতিভা দেখে তারা সত্যিই উচ্ছ্বসিত। আগামী দিনেও এমনই কোন বিশেষ প্রতিযোগিতায় যাতে তার নাম নথিভুক্ত করা যায় সেই প্রচেষ্টাতেই আছেন তার বাবা-মা সহ পরিবারের সকল সদস্যরা।

জানা যায় জিনিয়ার এই প্রতিভার পিছনে রয়েছেন তার মা। সেইসাথে তার বাবা, দাদু, ঠাকুমাও নানান ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন-উত্তর শেখান তাকে। বলাবাহুল্য, কোলাঘাটের ছোট্ট জিনিয়া একদিন অনেক বড় হবে, তাতে কোন সন্দেহ নেই।