পরনে গোলাপি রঙের ফ্রক, মাথায় বাঁধা ঝুটি, মুখে মিষ্টি হাসি এই ছোট মেয়েটিকে চিনতে পারছেন? বর্তমানে তিনি ছোটপর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী। শুধু সিরিয়াল নয়, বড়পর্দাতেও কাজ করেছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটার হিসাবে জনপ্রিয়তা পেয়েছে।
চলতি বছরের শুরুর দিকেই বাগদান সেরেছেন। মাত্র ২১ বছর বয়সে আইনি বিয়ে করেছেন। আগামী বছর বিয়ের পিঁড়িতে বসবেন। তার দিদিও একজন অভিনেত্রী। এবার চিনতে পারলেন?
ছবিতে থাকা এই মিষ্টি মেয়েটি হল অভিনেত্রী অনন্যা গুহ। যিনি দর্শকের কাছে ‘কৃষ্ণকলি’র মুন্নি আর ‘মিঠাই’ ধারাবাহিকের পিঙ্কজি হিসাবে পরিচিত। আশাকরি এবার চিনতে পেরেছেন।
আসলে নিজের সোশ্যাল একাউন্টে অনন্যা নিজের ছোটবেলার ছবি ভাগ করে নেন। ক্যাপশনে লেখেন, ‘দেখে ভীষণ দুষ্টু মনে হলেও আমি কিন্তু ভীষণ মিষ্টি ছিলাম।’

