ছবিতে মায়ের কোলে এই বাচ্চা মেয়েটি আজকে বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানে অভিনয় করছেন স্টার জলসার সেরা ধারাবাহিকে। বহুদিন ধরেই এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। সিরিয়ালের পাশাপাশি কাজ করেছেন সিনেমা এবং ওয়েব সিরিজেও। চিনতে পারছনে?
তার অভিনীত ধারাবাহিক বর্তমানে বাংলার সেরা ধারাবাহিক। আশাকরি, এবার একটু বুঝতে পড়েছেন কে তিনি? তিনি হলেন অভিনেত্রী তৃণা সাহা। যিনি এই মুহূর্তে ‘আজকের পরশুরাম’ ধারাবাহিকে অভিনয় করছেন।
মাতৃ দিবসের দিন অভিনেত্রী তৃণা সাহা নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেন এবং লেখেন, ‘ছোট্ট একটা বাক্য – “মা” আকাশের মতো বিশাল, অন্তহীন। সকল মায়েদের মা দিবসের শুভেচ্ছা…মা হওয়াটা সত্যিই এক আশীর্বাদ…তাই না?’। মায়ের কোলে ছোট তৃণা। এই ছবি দেখলে এখন তাকে চেনা দায়।