আজকাল সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেটিদের শৈশবের ছবি বেশ ট্রেন্ডিংয়ে চলছে। বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা নিজের সোশ্যাল একাউন্টে ছোটবেলার ছবি শেয়ার করে থাকেন। সম্প্রতি সেরকম একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে।
এই ছবিতে দেখা যাচ্ছে একটি বাচ্চা মেয়ে টোপর পড়ে কনের বেশে। এই বাচ্চা মেয়েটি বর্তমানে বাংলা সিরিয়াল এবং বড়পর্দার জনপ্রিয় মুখ। বলা যায়, টলিউডের একজন নামকরা অভিনেত্রী। চিনতে পারছেন?
ছবিতে এই খুদে আর কেউ নয়, বাচ্চাটি হল আপনাদের সকলের প্রিয় লক্ষ্মী কাকিমা অর্থাৎ অভিনেত্রী অপরাজিতা আঢ্য। নিজের ফেসবুকে অভিনেত্রী তার শৈশবের এই ছবিটি শেয়ার করে লেখেন, “দেখতো চিনতে পারো কি না?”। অনেকেই এক ঝলকে বুঝে যান এটা মিষ্টি অপরাজিতা।


