ছবিতে মা-বাবার কোলে বসে থাকা এই ছোট্ট খুদেটিকে চিনতে পারছেন? যদিও এই খুদে এখন আর ছোট্টটি নেই। বাংলা ধারাবাহিকের জনপ্রিয় নায়ক। বলুন কে এই অভিনেতা? চিনতে পারলেন নায়ককে?
স্টার জলসার হাত ধরে প্রথম ধারাবাহিকে অভিনয় করেই দর্শকের মন জয় করে নিয়েছিলেন অভিনেতা। রাতারাতি হয়ে ওঠেন দর্শকের স্বপ্নের হিরো। তার ঝুলিতে রয়েছে তিন তিনটি হিট মেগা। এবার কি আন্দাজ করতে পারলেন কে তিনি?
ইনি হলেন অর্কপ্রভ রায়। এই মুহুর্তে ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক ‘বিহান’। যদিও এর আগেও দুটি ধারাবাহিকে নজর কেড়েছিলেন অভিনেতা। অর্কপ্রভর প্রথম ধারাবাহিক ‘তোমাদের রানী’ ত্রে দুর্জয় চরিত্রের হাত ধরে টিভির পর্দায় পেয়েছিলেন সাফল্য। নায়িকা অভীকা মালাকারের সঙ্গে তাঁর জুটি দারুণ ভাবে হিট হয়েছিল এই ধারাবাহিক।
এরপর ‘দুই শালিখ’ ধারাবাহিকেও যথারীতি নজর কাড়েন অর্কপ্রভ।
সম্প্রতি সমাজমাধ্যমে বেশ কিছু ছোটবেলার ছবি ভাগ করে নেন অভিনেতা। সেখানে কখনও লাল টি-শার্টে ধরা দেন, আবার কখন সোয়েটার পরে চেয়ারে বসে তাঁর দেখা মেলে। তাছাড়াও নিজের পাইমারি স্কুলের আই-কার্ডের ছবি, অন্নপ্রাশনের ছবি, কখনও মঞ্চে গান গাওয়ার ছবি ভাগ করে নেন।
ছবি গুলি পোস্ট করে নায়ক লিখেছেন, ‘১৭টা ছোটবেলা। স্টেজ স্কুল হারমোনিয়াম পোয়েট সেলফি খেলনা বাবা-মা বন্ধুরা ইত্যাদি।’
View this post on Instagram


