ছবিতে থাকা এই ছোট্ট ছেলেটিকে চিনতে পারছেন? পরনে কালো রঙের গোল গলা শার্ট, মায়ের গলা জড়িয়ে বসে থাকা এই মিষ্টি খুদে বাংলা সিরিয়ালের অন্যতম হার্টথ্রব নায়ক। শুধু অভিনয় নয়, নায়কের গানের গলাও দুর্দান্ত। গানই তার প্রথম ভালোবাসা। দর্শক আজও তাকে ‘উচ্ছেবাবু’ বলেই চেনেন। আর কিছু বলবার দরকার আছে কি?
একদম ঠিক ধরেছেন, এই মিষ্টি খুদে আর কেউ নয়, বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নায়ক আদৃত রায়। ‘মিঠাই’ ধারাবাহিকের সৌজন্যেই আদৃতের ‘উচ্ছেবাবু’ চরিত্রটি এতটা সাফল্য পায়। একটা সময় মিঠাই- উচ্ছেবাবু ওরফে সৌমিতৃষা- আদৃতের জুটি ছিল ছোটপর্দার সবচেয়ে হিট জুটি।
এমনকি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও হামেশাই চর্চায় থাকেন আদৃত। ছোট থেকেই গান-বাজনার প্রতি ঝোঁক আদৃতের। গিটার বাজিয়ে গান গাইতে ভীষণ ভালোবাসেন আদৃত। তার একটি রক ব্যান্ডও রয়েছে। ‘পোস্টার বয়েজ’ ব্যান্ডের লিড সিঙ্গার আদৃত। আজও অভিনয়ের ব্যস্ততার ফাঁকে ভোলেন না সঙ্গীত চর্চা করতে।
ছোট পর্দায় অভিনয়ের আগে, বড় পর্দাতেও কাজ করেছেন অভিনেতা আদৃত রায়। রাজ চক্রবর্তী প্রযোজনা সংস্থার হাত ধরে বড় পর্দায় ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘নূর জাহান’। ‘পরিণীতা’ ছবিতেও শুভশ্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।