আজকাল বাংলার তারকাদের শৈশবের ছবি সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয়। তারকারা নিজেদের শৈশবের ছবি পোস্ট করে স্মৃতি ভাগ করে নেন।
এবার আরও একটি ছবি শৈশবের ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। ছবিটি দেখা যাক সাদা জামা পরে দাঁড়িয়ে রয়েছে ছোট এক খুদে। মুখে মিচকি হাসি, মাথায় ঝুঁটি বাঁধা। এই খুদে বালকটি হল বর্তমানে জি-বাংলার সিরিয়ালে এক জনপ্রিয় মুখ। নিজের চরিত্রে জন্যই জনপ্রিয়তা পেয়েছেন। কে বলুন তো?
চিনতে পারছেন এই খুদে বালক কে? এই খুদে বালকটি হল আপনাদের সকলের প্রিয় সন্তু। হ্যাঁ, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে সন্তু চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছেন অভিনেতা তন্ময় মজুমদার। এই ধারাবাহিকের হাত ধরেই পরিচিতি লাভ করেছেন তিনি।
নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে তন্ময় লেখেন, “আমার ছোটবেলা…ক্যামেরায় বন্দি করি যেই না মুহূর্তদের, ছেলেবেলা ফিসফিসিয়ে বলে ফেরা আর হলো কই..”