
পর্দায় এবার ছকভাঙা চরিত্রে ধরা দিতে চলেছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। মেগা ধারাবাহিক থেকে শুরু করে বড়পর্দা সর্বত্রই নতুন নতুন চরিত্রে দর্শককে তাক লাগিয়েছেন অভিনেত্রী। তবে এবার আর মুখ্য চরিত্রে নয়, বড় পর্দায় এই প্রথম খলনায়িকার চরিত্রে ধরা দিতে চলেছেন অপরাজিতা।
আতিউল ইসলাম পরিচালিত বানসারা ছবিতে রাজমাতার চরিত্রে অভিনয় করবেন অপরাজিতা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর নতুন লুক। ‘বানসারা’ মূলত পুরুলিয়ার জঙ্গলে ঘেরা একটি গ্রাম। যে গ্রামের বনদেবীর নাম অনুসারেই গ্রামের নাম হয়েছে ‘বানসারা’।
শুধু অপরাজিতা নয়, অপরাজিতার ছোটবেলার চরিত্রে যিনি অভিনয় করছেন তার লুকও প্রকাশ্যে এসেছে। ছোট রাজমাতার চরিত্রে অভিনয় করছেন শিশু শিল্পী তানিসি মুখোপাধ্যায়। ছবিতে অপরাজিতা আঢ্য’র সঙ্গে থাকবেন বনি সেনগুপ্ত।
৪০ ফুট উচ্চতাবিশিষ্ট এক দেবী মূর্তি তৈরি করা হয়েছে এই ছবির জন্য। পুরুলিয়ার পাশাপাশি কলকাতাতেও হবে এই ছবির কাজ। ছবিতে রয়েছে মোট তিনটি গান। সবমিলিয়ে আসন্ন ছবিতে একাধিক চমক অপেক্ষা করছে দর্শকের জন্য।