দীর্ঘ ১৭ বছরে ধরে বিকেলে স্লটে পর্দায় সম্প্রচারিত হয় সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের রান্নাঘর শোটি। সুদীপার হাত ধরেই এতদিন সাফল্যের সঙ্গে টিভির পর্দায় সম্প্রচারিত হয় এই রান্নার শো।
শুরুর প্রথম থেকে এই শো বিকেল ৫ টায় দেখানো হত। কিন্তু পরবর্তীকালে এই শোয়ের সময়ের হেরফের হয়। বর্তমানে এই শো টেলিকাস্ট হচ্ছে বিকেল ৪.৩০ টে। তবে শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে ‘রান্নঘর’-এর টিআরপি তলানিতে। তাই নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন এই শোটিকে সরিয়ে দেওয়ার। সূত্রের খবর এই প্রথম জি-বাংলার ‘রান্নাঘর’ চলে যাচ্ছে দুপুরের সময়। ১২ টা অথবা ২ টোর সম্প্রচার হতে পারে এই শো।
দীর্ঘদিন ধরে বেশ কিছু কাজের জন্য বিতর্কে জড়িয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। আর তারপর থেকে তার বিরুদ্ধে বয়কটের ডাক ওঠে সোশ্যাল মিডিয়ায়। যার জেরে একটু হলেও ‘রান্নাঘরের’ টিআরপিতে প্রভাব পড়েছে। সুদীপার শোটি দুপুরের স্লটে নিয়ে যাওয়ার খবরে খুশি দর্শক। একাংশ নেটিজেন বলছেন, “অহংকার পতনের মূল। সুদীপার জন্যই আজ এই অবস্থা”।