এই প্রথমবার নিজের দুর্দান্ত অভিনয় এবং এক্সপ্রেশন দিয়ে বাজিমাত করল অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ‘মিঠাই’, ‘গাঁটছড়া’, ‘ধুলোকণা’কে হারিয়ে এই প্রথম বাংলার টপার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিক। জি-বাংলার এই ধারাবাহিকটি শুরুর প্রথম থেকেই টিআরপির তালিকায় এক থেকে পাঁচের মধ্যে ঘোরাফেরা করলেও কখনো প্রথম স্থান নিতে পারেনি। তবে এই প্রথম ৮.২ রেটিং নিয়ে প্রথম স্থান ছিনিয়ে নিল লক্ষ্মী কাকিমা। অনুরাগীরা বলছে ‘লক্ষ্মী কাকিমা তুমিই সত্যিই সুপারস্টার।
আসলে জি-বাংলার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকটি আর পাঁচটা একঘেয়ে ধারাবাহিকের থেকে অনেকটাই আলাদা। কারণ ধারাবাহিকে সাংসারিক কুটকাচালি থাকলেও লক্ষ্মী কাকিমার মজার কান্ডকারখানা এবং এক্সপ্রেশন দেখতে ভীষণ পছন্দ করেন দর্শক। আর অভিনেত্রী অপরাজিতা আঢ্যের অভিনয়ের কোনও তুলনাই হয়না।
অন্যদিকে ৭.৯ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে স্টার জলসার ‘ধুলোকণা’। ৭.৭ নম্বর পেয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে আলতা ফড়িং এবং ৭.৬ রেটিং নিয়ে চতুর্থ হয়েছে মিঠাই।
চলতি সপ্তাহে ৭.৪ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে দুই ধারাবাহিক গৌরী এলো এবং গাঁটছড়া। জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’র হাল খুবই খারাপ। অন্যদিকে ছোট বোধি এক থেকে দশের মধ্যে জায়গা করে নিল। তাঁর প্রাপ্য নম্বর ৫.৭ (নবম)।