খারাপ ফলাফলের জন্যই এই প্রথম অল্প কিছুদিনের মধ্যে সময় পরিবর্তন ‘উড়ন তুবড়ি’ ধারাবাহিকের

উড়ন তুবড়ি

জি বাংলার ‘উড়ন তুবড়ি’ ধারাবাহিকটি শুরু হয়েছে বেশ কিছুদিন হল। ধারাবাহিক শুরু হওয়ার আগে যতটা আশা ছিল, সেই আশানুরূপ ফল পাওয়া যায়নি। শুরু হওয়ার পর মুখ থুবড়ে পড়ছে এই ধারাবাহিক। টিআরপির তালিকায় ভালো ফলাফল অর্জন করতে পারছেন না। এমনকি দর্শকের পছন্দের তালিকায়ও নেই এই ধারাবাহিক।

দর্শকের মতে, ‘উড়ন তুবড়ি’ স্টোরিলাইন একদমই ভালো নয়। পাশাপাশি নায়ক-নায়িকার অভিনয় একদম ভালো নয়। ধারাবাহিকের এত খারাপ ফলাফলের জন্যই এবার চ্যানেল কর্তৃপক্ষ এক বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে।

সদ্য শুরু হয়েছে ‘উড়ন তুবড়ি’, আর এরই মধ্যে স্লট পরিবর্তন হতে চলছে। সম্ভবত এই প্রথম কোনও ধারাবাহিক হবে যা এত অল্প সময়ের মধ্যে স্লটে পরিবর্তন করতে হচ্ছে। ১৬ ই মে থেকে জি-বাংলায় আসছে ‘খেলনা বাড়ি’। সন্ধ্যা সাড়ে ছয়টা’য় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। অর্থাৎ পিলু চলে যাচ্ছে সন্ধে ছটার স্লটে।

সন্ধে ছটার স্লটে এতদিন ধরে সম্প্রচার হত ‘উড়ন তুবড়ি’। শোনা যাচ্ছে খারাপ ফলাফলের জন্যই এই ধারাবাহিককে প্রাইম স্লটে আনা হচ্ছে রাত ন’টায়। সেই সময় বিপরীত চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে ‘আয় তবে সহচরী’। কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিকের সঙ্গে টেক্কা দেওয়াটা মুখের কথা নয়। এবার দেখার বিষয় ভবিষ্যতে ‘উড়ন তুবড়ি’ দর্শকের মন জয় করতে পারে কিনা।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here