২০২১ সালের জানুয়ারি মাসে যাত্রা শুরু হয়েছিল জি-বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং অভিনেতা আদৃত রায়। শুরু থেকেই দুজনের কেমেস্ট্রি টিভির পর্দায় ঝড় তুলেছিল। মিষ্টি-প্রাণবন্ত মেয়ে মিঠাই এবং মোদক পরিবারের গুরুগম্ভীর ছেলে সিদ্ধার্থের রসায়ন এপার বাংলা থেকে ওপার বাংলার মানুষদের মন কেড়ে নিয়েছিল।
যদিও এখন ‘মিঠাই’ ধারাবাহিক গল্প অনেকটাই পাল্টেছে। দেড় বছরের বেশি সময় ধরে জনপ্রিয়তা পেয়ে আসছে জি-বাংলার এই ধারাবাহিক। পুরনো হলেও কদর কমেনি। দর্শকের একটি বড় অংশ এখনও মোদক পরিবারের হাসি-মজায় মেতে থাকেন।
অন্যান্য সিরিয়ালের সঙ্গে যদি তুলনা করা হয় মিঠাই ভিন্ন স্বাদের। যেখানে নেই কোনও কুটকাচালি-সাংসারিক ঝামেলা। মিঠাই ধারাবাহিকের খলচরিত্রেরও পজেটিভ দিক দেখতে পাওয়া যায়। কীভাবে একান্নবর্তী সংসার টিকিয়ে রাখা যায়, সেটাই হয়তো শেখাচ্ছে এই ধারাবাহিক। তাই তো একাধিক সেরার পুরস্কার রয়েছে মিঠাইয়ের থলেতে।
আবারও নতুন রেকর্ড গড়লো জি-বাংলার মিঠাই ধারাবাহিক। বাংলা সিরিয়ালের ইতিহাসের পাতায় এই প্রথম কোন ধারাবাহিকে অনলাইনে মিষ্টি বিক্রি দেখানো হলে। এমনকি ধারাবাহিকে দেখানো হয়েছে ব্যবসার হাল ধরতে বাড়ির সদস্যরা নিজেরাই বাড়ি বাড়ি মিষ্টি ডেলিভারি করছে। কোন কাজ ছোট নয়, এই বাস্তব চিত্রই যেন তুলে ধরা হল ‘মিঠাই’ ধারবাহিকে। ধারাবাহিকের এই দৃশ্যগুলি দেখে মুগ্ধ নেটিজেন।