বাংলা টেলিভিশন চ্যানেল গুলিতে একগুচ্ছ ধারাবাহিক এবং একের পর এক রিয়েলিটি শো দেখা যায়। এক চ্যানেলের সঙ্গে চলে আরেক চ্যানেলের জোর টক্কর। বাংলা রিয়েলিটি শো বলতে আমাদের মাথায় আসে ‘দিদি নাম্বার ওয়ান’, নাচের রিয়েলিটি শো অথবা গানের রিয়েলিটি শো। তবে এবার বাংলার পর্দায় আসতে চলেছে এক নতুন ধরণের রিয়েলিটি শো। যা আগে বাংলায় দেখা যায়নি।
হিন্দির সোনি টিভির ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ (Shark Tank India) নাম আশা করি শুনেছেন। মাত্র দুটো সিজেনেই ব্যাপক খ্যাতি পেয়েছে সেই শো। এবার সেই ধাঁচের রিয়েলিটি শো আসতে চলেছে বাংলার ছোটপর্দার, যা একেবারেই দর্শকদের জন্য নতুন।
সূত্রের খবর, এই শো হতে চলেছে মহিলাকেন্দ্রিক। বিভিন্ন জেলার যেসব মহিলারা নিজেদের ব্যবসার জন্য পুঁজি জোগাড় করতে পারছেন না অথবা পরিধি বাড়াতে চান তাদের জন্য বিরাট প্লাটফর্ম হতে চলেছে বাংলার এই শো। হিন্দুস্তান টাইম বাংলার তরফ থেকে জানা যায় বাংলার এই শোয়ের নাম, ‘মাই স্টার্ট আপ শো: ধন্যি মেয়ের উপাখ্যান’। শোয়ে বিচারক আসনে থাকবেন বড় বড় সফল ব্যবসায়ীরা। রিয়ালিটি শো-এর সঞ্চালক হিসাবে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে এবং শোয়ের অংশ হতে চলেছে ‘মন ফাগুন’-এর অভিনেত্রী সৃজলা গুহ। খুব শীঘ্রই সেই প্রোমো আসতে চলেছে টিভির পর্দায়।