মিঠাই-খড়িকে টপকে এই প্রথম বাংলার টপার ‘ধুলোকণা’! ‘অবিশ্বাস্য’, বলছে মিঠাই-খড়ির ভক্তরা

ধুলোকণা

অবিশ্বাস্য, এসপ্তাহের টিআরপির তালিকা যেন মেনে নিতে পারছেন না অনেকেই। এই প্রথম মিঠাই-খড়িকে টপকে বাংলার টপার ‘ধুলোকণা’। IPL এর কারণে গত দু-সপ্তাহ ধরে বাংলা ধারাবাহিকের টিআরপি এমনিতেই তলানিতে। অন্যদিকে প্রথম স্থান হারাল মিঠাই-গাঁটছড়া।

বাংলার জনপ্রিয় দুই ধারাবাহিক মিঠাই ও গাঁটছড়া। TRP-র তালিকায় রীতিমতো টেক্কা দেয় একে অপরকে। এদের আকাশছোঁয়া জনপ্রিয়তার নাগালেও আসতে পারে না বাকি ধারাবাহিকগুলি। কিন্তু এই প্রথম ‘ধুলোকণা’ ধারাবাহিক প্রথম স্থান ছিনিয়ে নিল, যা দেখে হতবাক মিঠাই-খড়ির অনুরাগীরা।

এসপ্তাহের টিআরপির তালিকা যুগ্মভাবে দ্বিতীয় স্থানে  ৮.০ নম্বর পেয়ে মিঠাই ও গাঁটছড়া। তৃতীয় স্থানে উঠে ‘গৌরী এলো’। চতুর্থ স্থানে দখলে রাখল আলতা ফড়িং’।

একনজরে দেখে নিন এসপ্তাহের টিআরপির তালিকা-

প্রথম – ধুলোকণা (৮.১)

দ্বিতীয় – মিঠাই / গাঁটছড়া (৮.০)

তৃতীয় – গৌরী এলো (৭.৯)

চতুর্থ – আলতা ফড়িং (৭.৭)

পঞ্চম – অনুরাগের ছোঁয়া / লক্ষ্মী কাকিমা / উমা (৬.৯)

ষষ্ঠ- মন ফাগুন (৬.৮)

সপ্তম- পিলু (৬.২)

অষ্টম- আয় তবে সহচরী (৬.১)

নবম- এই পথ যদি না শেষ হয় (৫.৬)

দশম- সর্বজয়া (৫.৪)

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here