গত ২৪ ঘণ্টায় সমাজমাধ্যম জুড়ে হই হই কাণ্ড। নেটদুনিয়ায় ঝড় উঠেছে ‘বয়কট অপর্ণা’। চিরদিনই তুমি যে আমারের সেটে জিতু-দিতিপ্রিয়ার মাঝে ঝামেলায় বর্তমানে প্রশ্নের মুখে ধারাবাহিকের ভবিষ্যৎ।
ঝামেলার সমাধান খুঁজতে সোমবার সন্ধ্যায় জীতু-দিতিপ্রিয়া রায়ের সঙ্গে প্রযোজনা সংস্থার মিটিং চলে। দুজনকে মুখোমুখি বসিয়ে, ঘণ্টা তিনেক আলোচনা চলার পরেও, এখনও কোনও সমাধান পাওয়া যায়নি। এরপর মিটিং ছেড়ে আচমকাই বেড়িয়ে যান জিতু।
এরপর সোমবার রাতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট সামনে এল জিতুর। যেখানে একটি ছবির উপরে লেখা রয়েছে, ‘মানুষ মৃত্যুর চেয়ে বদনামকে বেশি ভয় করে।’
এরসঙ্গে জিতু ক্যাপশনে লেখেন, ‘এত ভালো অভিজ্ঞতার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু এটা তোমার জয় নয়, বরং তোমার অভিশপ্ত জীবনের এটাই শুরু।’ সঙ্গে একটি ‘ওম’ ও একটি ইউনিভার্সের ইমোজিও দিয়েছেন তিনি।
এখন প্রশ্ন, জিতুর ইঙ্গিত দিতিপ্রিয়ার দিকে? তাহলে কি সত্যি ধারাবাভিক ছাড়লেন জিতু? জিতু ও দিতিপ্রিয়ার এই ঝামেলার কারণে রীতিমতো বিরক্ত ইন্ডাস্ট্রির অনেকেই। এখন শুধু উত্তর মেলার অপেক্ষায় দর্শক।

