‘এটা আমার স্বপ্নপূরণ’, স্বপ্নপূরণ হল অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তীর

অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী

বর্তমানে স্টার জলসার ‘চিরসখা’ ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী। ভিলেন চরিত্রে দেখা যাচ্ছে তাকে।

উমা ধারাবাহিকে সর্বপ্রথম নায়িকা হিসাবে কাজ করেছিলেন। আর নায়িকা হয়ে প্রথম দর্শকমহলে জনপ্রিয়তা পান। তবে এরপর ছোটপর্দায় খলনায়িকা হয়েই পরিচিতি পাচ্ছেন।

বর্তমানে ‘দুষ্টু’ মেয়ের চরিত্রে অভিনয় করলেও এবার যেন তার স্বপ্নপূরণ হল। লীনা গাঙ্গুলির সাথে কাজ করা তার স্বপ্ন ছিল। এই প্রসঙ্গে এই সময়কে অভিনেত্রী জানান, আমি ম্যানিফেক্ট করতাম, লীনাদি কখন আমায় একটা চরিত্রের জন্য ডাকবেন। ওঁর সঙ্গে কাজ করার জন্য আমি মরিয়া ছিলাম। এটা আমার স্বপ্নপূরণ।’