“এটা আমার রোগ…চেস্টা করেছি অনেকবার… আজ আমার এই অবস্থা হত না”, মুখ খুললেন তথাগত মুখার্জি

 

তথাগত মুখার্জি

একটা সময় বহু জনপ্রিয় মেগা সিরিয়ালে দাপিয়ে কাজ করেছেন অভিনেতা তথাগত মুখার্জি। এখন ছোটপর্দায় তার বিশেষ দেখা না মিললেও চলচ্চিত্রের জগতের একজন সফল পরিচালক হিসেবে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন অভিনেতা।

কেরিয়ারে সফলতা পেলেও তথাগতর ব্যক্তিগত জীবন এবং তার সম্পর্কগুলো নিয়ে টলিউডে কম বিতর্ক হয়নি। বিশেষ করে তাঁর দ্বিতীয় বিয়ে এবং বর্তমান লিভ-ইন সম্পর্ক নিয়ে গত কয়েক বছরে প্রচুর চর্চা হয়েছে।

২০১১ সালে অভিনেত্রী দেবলীনা দত্তকে বিয়ে করলেও ২০২১ সালের শেষের দিকে তাদের বিচ্ছেদের খবর সামনে আসে। শোনা যায়, তথাগতর পরিচালিত ছবি ‘ভটভটি’-র নায়িকা বিবৃতি চট্টোপাধ্যায়ের সঙ্গেই লিভ-ইন রিলেশনশিপে ছিলেন তথাগত। তার জেরেই দেবলীনার সঙ্গে ১১ বছরের বৈবাহিক সম্পর্কে ভাঙন ধরে অভিনেতার।

পরবর্তীতে ‘রাস’ ছবির সেট থেকেই তথাগতর সঙ্গে নাম জড়ায় আলোকবর্ষার। গত ফেব্রুয়ারিতে তাদের প্রেমের কথা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন তথাগত। তবে সম্প্রতি নিজের একটি গোপন রোগের কথা জানালেন অভিনেতা। তার সেই রোগের কারণে নাকি অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে।

তথাগত জানান, ‘এটা আমার একটা রোগ, ভেবেচিন্তে কথা বলতে পারলে হয়তো আজ অনেক কিছুই হতে পারতো।’

অভিনেতার মতে, বিনোদন জগতে অনেক সময় মেধা বা যোগ্যতার পাশাপাশি সম্পর্কের রসায়ন কিংবা কাকে কী বললে খুশি রাখা যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ। সোজাসাপ্টা কথা বললে অনেকক্ষেত্রে হাতের কাজ চলে যেতে পারে বা নতুন সুযোগ আসা বন্ধ হয়ে যেতে পারে। অভিনেতা জানিয়েছেন নিজেকে বহুবার বদলানোর চেষ্টা করেও পারেননি।