টেলিপাড়ায় চারিদিকে ঘর ভাঙার খবর। প্রান্তিক-অঙ্কিতার বিচ্ছেদের পরই সোশ্যাল মিডিয়া তোলপাড় নীল-তৃণাকে ঘিরে। আচমকাই ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দেন তারকা দম্পতি। আর তারপরেই জল্পনা বাড়ে।
বেশকিছু মাস ধরেই টেলিপাড়ায় তাদের ডিভোর্সের খবর শোনা যায়। মাঝে নীল মুম্বাইয়ে চলে যান তৃণাকে ছেড়ে যদিও ফিরে আসেন কলকাতায়। সেই সময় শোনা যায় তারা নাকি আলাদা থাকছেন। যদিও এই বিষয়ে নীরব ছিলেন দুজনেই।
তবে একে অপরকে আনফলো করা শুরু হয় জলঘোলা। সূত্র বলছে, নীল-তৃণার দাম্পত্য ফাটল ধরেছে। এও বিষয়ে আনন্দবাজার অনলাইনকে নীল ভট্টাচার্য জানান, “এখন কোনও মন্তব্য করতে পারব না, আমার সময় লাগবে।”
এদিনে নীল-তৃণা’র বিতর্কের মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিনেতার। নীল সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘আমি চাই তোমার গল্পটা যেন এভাবেই শেষ হয়।’
ভিডিওতে দেখা যায় একটি কম বয়সী যুগল বসে রয়েছে তার কিছুক্ষণ পরেই নিজেদের মধ্যে আলাপে ডুবে এক বৃদ্ধ যুগল। স্ত্রী তৃণার উদ্দেশ্যেই কি এই বার্তা দিল নীল?

