
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে একের পর এক চমক নিয়ে আসছেন চ্যানেল কর্তৃপক্ষ। যা নিয়ে দর্শকের উল্লাসের শেষ নেই। সদ্য ধারাবাহিকে আর্য-অপর্ণার একটি বিয়ের ট্র্যাক সামনে এসেছে। যা দেখে হতবাক দর্শক।
প্রোমোতে দেখা যাচ্ছে আর্য-অপর্ণার বিয়ের কার্ডে তেল-সিঁদুর মাখানো থেকে কলকাতার অলিগলিতে বিয়ের কার্ড বিলি। হাওড়া ব্রিজ থেকে দক্ষিণেশ্বর মন্দিরের মতো জায়গায় বাচাই করা হয়েছে। বাংলা সিরিয়ালে ইতিহাসে কোনও ধারাবাহিকের এরকম অভিনব বিয়ের প্রোমো আগে দেখা যায়নি। বলাই যায়, চিরদিনের হাত ধরে নতুন রেকর্ড গড়তে চলেছে এসভিএফ সংস্থা। আর হবেই না কেন? এসভিএফের ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের এই প্রথম কোনও মেগা যা বাংলা জগতে সবচেয়ে চর্চিত।
এককথায়, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক বাংলা দর্শকের আবেগ, যেখানে নায়িকা পরিবর্তনও জনপ্রিয়তার ভাটা ফেলতে পারেনি। প্রোমো দেখে বোঝাই যাচ্ছে, আর্য-অপর্ণার বিয়ের গ্র্যান্ড সেলিব্রেশন করতে চলেছেন প্রযোজনা সংস্থা। আপনাদের আগেই জানিয়েছিলাম, এই মেগা নির্মাতাদের বড় পরিকল্পনা রয়েছে আগামীদিনে। প্রাইম টাইমে থাকলে এই ধারাবাহিক খুব সহজেই বাংলার শীর্ষস্থানে জায়গা দখল করে রাখত।
