এই মুহূর্তে বাংলা টেলিভিশনের প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন হলেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। যাকে প্রতিদিন আপনারা টিভির পর্দায় দেখতে পারছেন। সবেমাত্র ২০-র গণ্ডি পেরিয়ে নায়িকা। কম বয়সেই পাকাপাকি ইন্ডাস্ট্রিতে জায়গা দখল করে নিয়েছেন।
তবে তাদের কাজল দুটি চোখ ভীষণ পছন্দ অনুরাগীদের। মাঝেমধ্যে সাদা-কালো ছবি পোস্ট করে থাকেন অভিনেত্রী। অনেকেই আরাত্রিকার ছবির সাথে মহানায়িকা সুচিত্রা সেনের মিল খুঁজে পান। বিশেষ করে অভিনেত্রীর চোখ দুটো। অনেকের আবার অভিনেত্রীকে নতুন সুচিত্রা সেনও বলে থাকেন।
সম্প্রতি অভিনেত্রী নিজের ফেসবুক পোস্টে একটি ছবি শেয়ার করেন। যা দেখে নেটিজেনরা অবাক হয়ে যান। ছবিতে দেখা যাচ্ছে পরনে সুতির শাড়ি, ভেজা চুল। কাজল কালো চোখে এ যেন সত্যিই আমাদের সুচিত্রা সেন।
আরাত্রিকা সেই ছবিতে পোস্ট করতেই নেটিজেনদের মত ‘এতো এই যুগের সুচিত্রা সেন’। আবার কেউ লিখেছেন, “প্রথমে তো ভাবলাম সুচিত্রা সেনের ছবি পোস্ট হয়েছে।’ কেউ কমেন্টে লিখেছেন, ‘এত পুরো আমাদের মহানায়িকা।’

