‘এই ইন্ডাস্ট্রি বেইমান। বাবার নাম টুকুও কেউ নেয় না, ক্ষোভ অঞ্জন চৌধুরীর মেয়ে রিনা চৌধুরীর

অঞ্জন চৌধুরী

বড়পর্দায় নব্ব‌ই দশকের সেই পারিবারিক ছবিগুলি খুব মিস করেন দর্শক। আধুনিকতার ছোঁয়ায় কোথায় যেন ফিকে পড়ে গেছে সেই বাঙালীদের নানান ইমোশন। হীরক জয়ন্তী, মেজব‌উ, গীত সংগীত, লোফার এর মতো একাধিক ছবি আজও মন ছুঁয়ে যায়।

পরিচালক অঞ্জন চৌধুরী’র হাত ধরেই বাংলা ইন্ডাস্ট্রি আলোর পথ দেখেছিল। বাঙালি দর্শককে হলমুখী করার অন্যতম অবদান তার। কিন্তু তিনি টলিউডে যোগ্য সম্মান পাননি, ক্ষোভ অঞ্জন চৌধুরীর কন্যা রিনা চৌধুরী।

অঞ্জন চৌধুরী দুই মেয়ে রিনা চৌধুরী এবং চুমকি চৌধুরী। বাবার হাত ধরেই অভিনয় জগতে ডেবিউ করেন তারা। রিনা চৌধুরী সবচেয়ে জনপ্রিয় হয়েছিল ‘পূজা’ ছবিতে। তার অভিনয় বাঙালির মনে দাগ কেটে যায়। সেই সময় বক্স অফিসে ঝড় তোলে অঞ্জন চৌধুরী এই ছবি। তবে বাবার মৃত্যুর পর অভিনয় জগত থেকে সরে যান রিনাও।

এতবছর পর বাবাকে নিয়ে মুখ খুললেন রিনা। ক্ষোভ প্রকাশ করে জানান, “এই ইন্ডাস্ট্রি বেইমান। বাবা না থাকলে এই ইন্ডাস্ট্রির পত্তন হত। কিন্তু সেই লোকটার নামটুকুও কখনো নেওয়া হয়নি। এমনকি কোন অনুষ্ঠানে বাবাকে নিয়ে কথা হয় না”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here