‘আমার জন্মটাই বৃথা…এই ইন্ডাস্ট্রিতে শত্রুর প্রয়োজন হয় না…ফ্লপ নায়কের তকমাও জুটেছিল,’ আক্ষেপ অভিনেতা শঙ্কর চক্রবর্তীর

শঙ্কর চক্রবর্তী

টলিউডের একজন জনপ্রিয় অভিনেতা হলেন শঙ্কর চক্রবর্তী। ছোটপর্দা থেকে বড়পর্দা একাধিক কাজ করেছেন তিনি। অভিনয় জীবনে সাফল্যে পেলেও অভিনেতার জীবনে রয়েছে একাধিক আক্ষেপ। এক সাক্ষাৎকারে নিজের একাধিক আক্ষেপের কথা তুলে ধরেন অভিনেতা।

মফস্বল থেকে  কলকাতা শহরে এসে অনেক কষ্ট করে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। তবে তার পিছনে অবদান ছিল তার স্ত্রী সোনালি চৌধুরী তবে একটি ইগোর জন্য নিজের স্ত্রীর ক্যারিয়ারে পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন অভিনেতা। এটা তার জীবনে বড় আক্ষেপ রয়ে যাবে।

পাশাপাশি আরও কিছু আক্ষেপ রয়েছে। অভিনেতা মনে করেন তার জন্মটাই বৃথা। শঙ্কর চক্রবর্তী কথায়, “আমার জন্মটাই ফাউ। আমার দাদা যদি না মারা যেতেন, আমার জন্ম নেওয়ার কোনও সম্ভাবনা ছিল না। অন্তত মা-বাবার তেমনই পরিকল্পনা ছিল। আমার জন্ম নেবার আগে দিদির জন্ম হয়, তাও প্রায় দাদার মৃ’ত্যুর ১৬ বছর পর। যেহেতু আগেকার দিনে বংশে বাতি দেওয়ার একটা কথা প্রচলিত ছিল, সেই জন্যই মূলত আমার জন্ম।”

ইন্ডাস্ট্রি নিয়ে তিনি বলেন, “অনেকদিন আগে আমায় শমিত ভঞ্জ একটা কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে, ‘এই ইন্ডাস্ট্রিতে কেউ বন্ধু যেমন হয় না, তেমনই শত্রুর প্রয়োজনও হয় না! শত্রুর প্রয়োজন বন্ধুরাই মিটিয়ে দেবে।” একাধিক অভিজ্ঞতা রয়েছে কিন্তু তিনি বলতে চান না সেই বিষয়ে আর।

অভিনেতা নিজের আক্ষেপ নিয়ে কথা বলতে গিয়ে আরও একটি আক্ষেপ জানিয়ে বলেন, “যে রোলটা আমার ছবিতে পাওয়ার কথা ছিল, সেটা কখনওই পাইনি। একপ্রকার টাইপকাস্ট হয়ে গেছিলাম। ফ্লপ নায়কের তকমাও জুটেছিল এক সময়।”

সূত্রঃ https://tollygossip . com/entertainment-news/tollywood/shankar-chakraborty-reveals-his-deepest-regret-saying-his-birth-itself-a-mistake-55943