মুখ্য চরিত্র থেকে পার্শ্ব চরিত্র! ‘আমাকে এই ইন্ডাস্ট্রি ভালোবেসে উঠতে পারেনি’, টলিউডে নিয়ে আক্ষেপ ছোটপর্দার সেই মিষ্টি রাধা ওরফে এমিলার

অভিনেত্রী এমিলা সাধুখাঁ

ছোটপর্দার সেই মিষ্টি গোলগাল ‘রাধা’র কথা মনে পড়ে? প্রথমবার নিজের অভিনয় দিয়ে দর্শকের খুব কাছের হয়ে উঠেছিল এই মেয়েটি। হ্যাঁ, এখানে ‘রাধা সিরিয়াল’-এর অভিনেত্রী এমিলা সাধুখাঁ’র কথা বলা হচ্ছে। যিনি ধারাবাহিকে অভিনেতা রবি শ-এর বিপরীতে রাধা চরিত্রে অভিনয় করেছিলেন।

২০১৭ সালে জি-বাংলায় সম্প্রচারিত হত ‘রাধা’ সিরিয়ালটি। এই সিরিয়ালের হাত ধরেই প্রথম অভিনয় জগতে প্রবেশ করেছিলেন এমিলা। তাঁর অভিনয় বেশ নজর কেড়েছিল দর্শকের। পেয়েছিলেন ভালোবাসাও। তবে তারপর আর ছোটপর্দায় খুঁজে পাওয়া যায়নি তাকে। বলা যায়, অভিনয় জগত থেকে হারিয়েই গিয়েছিলেন এই অভিনেত্রী।

অভিনেত্রী এমিলা সাধুখাঁ

২০২১-এ স্টার জলসার হাত ধরে অভিনয় জগতে ফিরে এলেও সেটা ছিল পার্শ্ব চরিত্র। শেষ তাকে স্টার জলসার ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকে সমরেশের বোন ‘কলি’ চরিত্রে অভিনয় করতে দেখা যায়। কিন্তু সকলের প্রিয় রাধা আচমকাই পার্শ্ব চরিত্রে? এই প্রসঙ্গেই টলি ফোকাস কলকাতা এই ইউটিউব চ্যানেলে মুখ খুলতে দেখা গেল অভিনেত্রীকে।

রাধা থুড়ি অভিনেত্রী এমিলা সাধুখাঁ বলেন, “আমি অভিনয় করতে ভালোবাসি। আমি কতটা অভিনয় করতে পারি সেটা দর্শক জানে আর ইন্ডাস্ট্রিও জানে। দেখো লিড রোল পাওয়াটা অনেকটাই ভাগ্যের ব্য়াপার আর অনেকটা নির্ভর করে যাঁরা কাজ দেন তাঁদের উপর। আমি তো একটা শ্রমিক, আমি অভিনয় করি। দর্শকদের ভালোবাসা আমি বরাবর পেয়েছি। আর আমার মনে হয় পার্শ্ব চরিত্রে অভিনয় করেও আমি দর্শকদের ভালোবাসা নিশ্চয় পেতে পারব। অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে, অনেক কিছুর মুখোমুখি হয়েছি…. এখন তো আমি ইন্ডাস্ট্রি থেকে অনেকটাই নিজেকে গুটিয়ে নিয়েছি। তবে আমি কামব্যাক করব, আমাকে ফিরতেই হবে”।

অভিনেত্রী আরও জানান, “‘ইন্ডাস্ট্রিকে আমি যতটা ভালোবেসেছি,এখানকার মানুষদেরকে ভালোবেসেছি, আমাকে ইন্ডাস্ট্রি ততটা ভালোবেসে উঠতে পারেনি। জানি না আমি কোনও ভুল করেছি কিনা! আমার সঙ্গে কিন্তু কারুর কোনও সমস্যা নেই। তবে আমি আমার চেষ্টা ছাড়ব না, আমার কেরিয়ারকে আমি খুব ভালোবাসি।… আমি নিজের লক্ষ্যে পৌঁছাতে চাই। আমার স্বপ্ন নিজেকে এক নম্বর অভিনেত্রী হিসাবে দেখতে”।

Source: hindustantimes

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here