স্টার জলসার পর্দায় আরও একবার আসছে ‘গাটছড়া’ জুটি। শোলাঙ্কি রায় ও গৌরব চ্যাটার্জির নতুন ধারাবাহিক ‘মিলন হবে কত দিনে’। ইতিমধ্যেই মেগার নতুন প্রোমো সামনে এসেছে। গোরা আর এলার এই নতুন গল্পে এন্ট্রি নিতে চলেছেন ছোটপর্দার আরও এক জনপ্রিয় মুখ।
জানা যাচ্ছে, নতুন মেগায় শোলাঙ্কির বোনের ভূমিকায় থাকতে চলেছেন ‘কথা’ সিরিয়ালের জনপ্রিয় নায়িকা। কিন্তু কে সে? তিনি হলেন অভিনেত্রী অলিভিয়া মালাকার। এরআগে অভিনেত্রীকে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দেখেছে দর্শক।
অলিভিয়াকে শেষ দেখা গেছে ‘কথা’ ধারাবাহিকে প্রিয়াঞ্জলি চরিত্রে। কথা’র পর ফের শোলাঙ্কি রায়ের নতুন মেগা ‘মিলন হবে কত দিনে’র হাত ধরে পর্দায় ফিরবেন অলিভিয়া। যদিও ধারাবাহিকের সম্প্রচার কবে কখন থেকে শুরু হবে তা এখনও প্রকাশ্যে আসেনি।

