আচমকাই শেষ হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’। এই মুহুর্তে ধারাবাহিকে চলছিল দ্বিতীয় পর্বের গল্প যেখানে নায়কের চরিত্রে রয়েছেন রাহুল মজুমদার। শুটিং করতে এসে হঠাৎ ধারাবাহিক শেষের খবরে প্রচণ্ড ক্ষুব্ধ হন রাহুল।
১০ বছর অভিনয়জীবন কাটানোর পর এমন ঘটনার সম্মুখীন হতে হবে তা ভাবতেও পারেননি রাহুল। এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কম-এর কাছে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা।
রাহুল বলেন, “আমায় বলা হয়েছিল, ধারাবাহিকটি এখনও অনেক দিন চলবে। অনেক ভাল কাজ ছেড়ে দিয়ে তাই রাজি হয়েছিলাম। শুক্রবার শুট করতে এসেছি। সকাল ১০টায় আমাদের জানানো হল, শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিক।”
ধারাবাহিকের রেটিং ভাল, এমনকি রাহুল- স্বস্তিকা ঘোষের জুটি খুব অল্প সময়েই জনপ্রিয়তা পায়। সম্প্রতি টেলিসম্মান পুরস্কার অনুষ্ঠানেও পুরস্কার পান তারা। তবু সত্বেও সঠিক কারণ ছাড়াই বন্ধ হয়ে যাচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’। এতে বেশ বিরক্ত হয়েছেন রাহুল।
নভেম্বরের শেষে ধারাবাহিকের শুটিং শেষ হবে। শেষ সম্প্রচার সম্ভবত ডিসেম্বরের চার তারিখ। ‘অনুরাগের ছোঁয়া’র জায়গা নেবে গৌরব- শোলাংকির নতুন ধারাবাহিক ‘মিলন হবে কতদিনে’।
‘হরগৌরী পাইস হোটেল’ এর প্রসঙ্গ তুলে রাহুল জানান, ৬০০ পর্বের পর তিনি বুঝতে পেরেছিলেন ধারাবাহিকটি বন্ধ হয়ে যেতে পারে। তখনই তিনি ধারাবাহিক ছেড়ে বেরিয়ে আসেন।

