স্কুল ড্রেসে এই মেয়েটি বর্তমানে বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়িকা, কে বলুন তো?

অভিনেত্রী সুস্মিতা দে

ছবিতে স্কুল ড্রেস পড়া এই মেয়েটিকে চিনতে পারছেন? দুজনের মাঝে বসে থাকা এই মেয়েটি বর্তমানে বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়িকা। প্রথম সারির নায়িকাও বলতে পারেন। বর্তমানে তার অভিনীত ধারাবাহিক প্রতিদিন চর্চায় থাকে। এর আগেও একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কে বলুন তো?

মডেলিং থেকে বাংলা সিরিয়ালে পা রাখেন। তিনি দেবের মস্ত বড় ফ্যান। আবার তার সহ-অভিনেতার সঙ্গে তার প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে। এবার চিনতে পারলেন?

অভিনেত্রী সুস্মিতা দে

হ্যাঁ, ছবিতে মাঝখানে এই মেয়েটি হল অভিনেত্রী সুস্মিতা দে। যিনি বর্তমানে কথা ধারাবাহিকে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা লাভ করছেন। তার আর সাহেব ভট্টাচার্যের জুটি এখন চর্চার মধ্যেমণি। এর আগে  ‘অপরাজিতা অপু’, ‘বউমা এক ঘর’, ‘পঞ্চমী’ র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন ।

সুত্রঃ bangla .  hindustantimes . com