দীর্ঘদিন ধরে চলা ডিভোর্স কেসের উপর নির্মিত পথিকৃৎ বসুর আসন্ন ছবি শ্রীমান ভার্সেস শ্রীমতি, খুব শীঘ্রই টিভির পর্দায় মুক্তি পেতে চলেছে। যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত এবং অঞ্জনা বসু।
সম্প্রতি ছবি মুক্তির আগেই বর্তমান প্রজন্মের সম্পর্ক নিয়ে মুখ খুললেন মহাগুরু। এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী বলেন, ‘এই প্রজন্ম ভালোবাসা হারিয়ে ফেলেছে। ভালোবাসা বিষয়টাকে আজকাল আর কেউ সিরিয়াসলি নেয় না। সকলেই যেন স্রোতে গা ভাসাতে ব্যস্ত। সম্পর্কের আয়ু এই জন্যই কমছে। সবাই চাইছেন নিজের মতো করে বাঁচতে। যদি এটা অপরাধ নয়।’
মিঠুনের কথায়, ‘ভালোবাসা প্রথম দেখায় হয়। সেই সম্পর্কই যখন বিয়ে পর্যন্ত গড়ায় তখন সেটা কিছুদিন পর একঘেয়ে হয়ে যায়।’ এমনকি নিজের বিবাহ সম্পর্কের মাঝে একঘেয়েমি কাটাতে পেরেছেন বলেই ৫০ বছর ধরে চুটিয়ে সংসার করছেন, এমনটাও জানান মহাগুরু।