বর্তমানে টিভির পর্দায় বেশকিছু ধারাবাহিক দর্শকের মন জয় করে নিয়েছে। সেইসাথে ধারাবাহিকের সেরা জুটি গুলি নজর কেড়েছে দর্শকের। ২০২৫ সালে দর্শকের বিচারে বাংলা সিরিয়ালের সেরা জুটি হল-
আর্য-অপর্ণা (জিতু কমল- দিতিপ্রিয়া রায়)
এক অসম প্রেমের গল্প জায়গা করে নিয়েছে সিরিয়ালপ্রেমীদের মনে। ধারাবাহিকের নায়ক-নায়িকা আর্য আর অপর্ণার কেমেস্ট্রিতে মুগ্ধ হচ্ছেন দর্শকেরা। টিআরপিতে ধীরে ধীরে জায়গা দখল করছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। বহুদিন পর এরকম ধরণের গল্পে আবার মজেছেন আট থেকে আশি। সোশ্যাল মিডিয়ায় একটু লক্ষ্য রাখলেই চোখে পড়ছে এই জুটিকে নিয়ে আলোচনা।
আর্য সিংহ রায় ওরফে অভিনেতা জিতু কমলের অভিনয় যেন সবকিছু ছাপিয়ে গেছে। মহিলা ভক্তদের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন যখনি পর্দায় তিনি হাজির হচ্ছেন। টিভির পর্দা থেকে এই মেগার ভক্তের সংখ্যা বেশি ওটিটিতে। এই মুহূর্তে দর্শকের বিচারে বাংলা টেলিভিশনের সেরা জুটি আর্য- অপর্ণা থুড়ি জিতু-দিতিপ্রিয়া।
জগদ্ধাত্রী-সয়ম্ভু (অঙ্কিতা মল্লিক-সৌম্যদীপ মুখার্জী)
ছোটপর্দায় জনপ্রিয় জুটির মধ্যে একটি হল জগদ্ধাত্রী-স্বয়ম্ভু। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের এই জুটি দর্শকের ভীষণ পছন্দের। জগদ্ধাত্রী চরিত্রে রয়েছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক এবং স্বয়ম্ভু চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায়।
শুরু থেকেই জগদ্ধাত্রী-সয়ম্ভুর চর্চা দর্শকমহলে। অনস্ক্রিন তাদের জুটি এতটাই পছন্দের দর্শকের যে অনেকেই মনে করেন তারা কি বাস্তবেও প্রেম করছেন। তিন বছর ধরে টিআরপি তালিকায় প্রথম পাঁচে নিজের জায়গা দখল করেছে এই ধারাবাহিক। তাই অনায়াসেই বলা যায় দর্শকের বিচারে পর্দার অন্যতম সেরা জুটি জগদ্ধাত্রী-স্বয়ম্ভু।
পারুল-রায়ান (ঈশানি চ্যাটার্জি- উদয় প্রতাপ সিং)
বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায় এখন ‘পরিণীতা’ -এর জয়জয়কার। সেইসাথে পারুল-রায়ানের বন্ধুত্ব মাখা খুনসুটিও দারুণ উপভোগ করছেন দর্শক। কখন ভাব তো কখন আড়ি, ‘পারুল-রায়ান’ -এর এই দুষ্টু মিষ্টি জুটি অল্প সময়ের মধ্যেই দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছে। তবে পরিবারের বিপদে একে অপরের সঙ্গে জোট বাঁধতে ভোলে না তারা।
‘পারুল-রায়ানে’এর গল্পের নিত্যনতুন মোড় দেখার অপেক্ষায় থাকেন অনুরাগীরা। শ্বশুরবাড়িতে এসে অনেক অপমানের শিকার হলেও নিজের বুদ্ধিতে বাজিমাত করে চলেছে পারুল। সংসার সামলে কলেজেও ভালবাসা পাচ্ছে সে।
পরশুরাম-তটিনী (ইন্দ্রজিৎ বসু-তৃণা সাহা)
গল্পের নিত্য নতুন মোড়ে দর্শকের মনোযোগ আকর্ষণ করতে জুরি মেলা ভার স্টার জলসার ধারাবাহিক ‘পরশুরাম’ এর। এক সাধারণ ছাপোষা বাঙালির আড়ালে যে একজন ইন্টেলিজনস এজেন্ট লুকিয়ে রয়েছে তা কেউ জানে না। হাতে বাজারের ব্যাগ থাকলেও তার সঙ্গে থাকে আগ্নেয়াস্ত্র। গোপনে সে অপরাধীদের শাস্তি দেয়। অপরাধীদের মুখোশ খুলে দেয় পরশুরাম, আজকের নায়ক। স্ত্রী তটিনী ও মেয়ে পিকু ও ছেলে লাট্টু কে নিয়ে ভরা সংসার তাদের।
এই গল্পের একঘেয়ে ভাব না থাকার জন্য দর্শক মহলে শুরু থেকেই জায়গা পাকা করেছে। পরশুরামের জীবনযুদ্ধ থেকে শুরু করে তার দুই ছেলেমেয়ে লাট্টু ও পিকুর দুষ্টুমি, দেখতে দারুণ পছন্দ করেন দর্শক। তাই প্রতি সপ্তাহে টিআরপিতেই নিজের জায়গা দখল করে এই ধারাবাহিক।





