বাংলা ধারাবাহিক থেকে সিনেমা জগত, সবেতেই পরিচিত মুখ অভিনেত্রী রুপালি ভট্টাচার্য। বর্তমানে জি বাংলার ‘আনন্দী’ ধারাবাহিকে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী।
অভিনয় জগতে বরাবরই নেগেটিক চরিত্রে অভিনয় করে এসেছেন রুপালি। পর্দায় নেগেটিভ হলেও বাস্তব জীবনে কিন্তু অভিনেত্রী ভীষণ স্পষ্টবাদী এবং পজিটিভ একজন মানুষ। চলতি বছর ১২ জুলাই নিজের মনের মানুষের সাথে বিয়ে সেরেছেন রুপালি। অভিনেত্রীর স্বামী দেবাঙ্ক ভট্টাচার্য পেশায় আইটি কর্মী ও নাট্যকর্মী।
বিয়ের পর এই প্রথম স্বামীকে নিয়ে সাক্ষাৎকারে ধরা দিলেন অভিনেত্রী। তবে এবারে রুপালির বেফাঁস মন্তব্যে জোরদার সমালোচনার মুখে অভিনেত্রী।
রুপালির দাবি, ‘বিয়ের পরেও আমি অভিনেত্রী রূপালী ভট্টাচার্য হিসেবেই সকলের কাছে পরিচিতি পেতে চাই। কারোর বাড়ির বউ, মা, কাকিমা এগুলো কখনোই আমার পরিচয় হতে পারে না।’
অভিনেত্রী এমন বিস্ফোরক মন্তব্যে কিছু নেটিজেনরা তাকে সমর্থন করলেও অনেকেই নানা রকম সমালোচনা করে কটাক্ষ করেছেন অভিনেত্রী কে।