স্টার জলসার একটি অন্যতম ধারাবাহিক হল ‘তেঁতুলপাতা’ (Tetupata)। ঋষি ও ঝিল্লির সম্পর্কের সমীকরণ দারুণ উপভোগ করছেন দর্শক।
ধারাবাহিকে ঋষি চরিত্রে অভিনয় করছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এবং ঝিল্লি চরিত্র অভিনয় করছেন অভিনেত্রী ঋতব্রতা দে। তবে এই ধারাবাহিক ঘিরে একটি খারাপ শোনা যাচ্ছে। ধারাবাহিকে পিসিমনির ভূমিকায় অভিনয় করছেন অনিন্দিতা রায় চৌধুরী।
জানা যাচ্ছে, অভিনেত্রী অন্তঃসত্ত্বা। সেই সুখবর নিজেই শেয়ার করে নিয়েছেন অনিন্দিতা রায় চৌধুরী। আর সেই কারণেই তেঁতুলপাতা ধারাবাহিক ছাড়তে চলেছেন অভিনেত্রী। সেই চরিত্রে কে অভিনয় করবেন সেই খবর মেলেনি।