দাদাগিরি’তে সৌরভ গাঙ্গুলির জায়গা নিতে পারে এই অভিনেতা

দাদাগিরি

জি-বাংলার ‘দাদাগিরি’ শো ছাড়ছেন সঞ্চালক সৌরভ গাঙ্গুলি। এই খবর চারিদিকে রীতিমতো ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে দাদাও এই খবরে শিলমোহর দিয়েছেন। স্টার জলসার সাথে চুক্তি বদ্ধ হয়েছেন তিনি। জলসার নতুন শো ‘বিগ বস’ এবং ‘দাদাগিরি’ দুটোই সামলাবেন মহারাজ।

তাহলে জি-বাংলার দাদাগিরি? জি-বাংলার দাদাগিরি শো কি তাহলে বন্ধ হয়ে যাবে? খুব সম্ভবত না, কারণ জি-বাংলার দাদাগিরি একটা ব্র্যান্ড। এর জনপ্রিয়তা রয়েছে পুরো বাংলায়। সেক্ষেত্রে এই শো পুরোপুরি বন্ধ করার কোনও প্রশ্নই ওঠে না।

তাহলে সৌরভের জায়গা কে নেবেন? আপাতত সেই তালিকায় উঠে এসেছে তিন অভিনেতার নাম। তালিকায় রয়েছে জিৎ, দেব এবং যিশু সেনগুপ্ত। তিন জনেই ব্যস্ত অভিনেতা টলিউডের। আবার তিনজনেই রিয়্যালিটি শো-এ কাজ করেছেন। অভিনেতা জিৎ এর আগে স্মার্ট জোড়ি’তে সঞ্চালকের ভূমিকায় ছিল সেখাত্রে দর্শক অনুমান করছে হয়তো জিতকে করা হতে পারে। এবার দেখা যাক চ্যানেল কি সিদ্ধান্ত নেন।