বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড ‘লিপস্টিক দিয়ে সিঁদুরদান’। আর এই অবাস্তব ঘটনা উঠে এসেছে বাংলা ধারাবাহিক ‘ধুলোকণা’র হাত ধরে। এখনো লালন আর তিতির বিয়ের ট্র্যাকের সেই দৃশ্যের মিম ভরে উঠেছে টাইমলাইন। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে দিনরাত খিল্লি। এবার সেই ট্রোলিং নিয়ে মুখ খুলতে দেখা গেল ধারাবাহিকের নায়িকা ফুলঝুরি ওরফে অভিনেত্রী মানালি দে।
নিউজ এইটইন বাংলার কাছে অভিনেত্রীর দাবি, “যারা এই নিয়ে খিল্লি করছে তারা এই দৃশ্যটি ভালো ভাবে বোঝেননি। তিতির আর লালনের বিয়েটা আসল ছিল না। লালনকে সুস্থ করার জন্য বিয়েটা নাটক ছিল, তাই সিঁদুরের পরিবর্তে গল্পে লিপস্টিক ব্যবহার করা হয়েছে। আমরা তো অনেক সময় পর্দায় রক্ত দিয়ে সিঁদুর দানও দেখেছি। কিন্তু সেটা নিয়ে তো এত চর্চা হয়নি। তা হলে শুধু মাত্র গল্পের প্রয়োজনে সিঁদুরের জায়াগায় লিপস্টিক ব্যবহৃত হলে সমস্যা কোথায়?”।
লিপস্টিক দিয়ে বিয়ের ট্র্যাক দেখিয়েও বাংলার টপার ধুলোকণা। বাংলার টপার হওয়ার সাফল্যে ফুলঝুরি বলেন, “এই কৃতিত্ব পুরোটা লীনাদির। উনি জানেন কীভাবে গল্পের মোড় ঘুরিয়ে দিতে হয়। তাই আরও একবার ওনাকে ধন্যবাদ”।