‘আমায় ডাকে না…সিরিয়াল বাঁচিয়ে রাখে’, আক্ষেপ অভিনেতা চন্দন সেনের

অভিনেতা চন্দন সেন

বাংলা চলচ্চিত্র জগতের সুপরিচিত একজন হলেন অভিনেতা চন্দন সেন। বিভিন্ন রকম চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। সম্প্রতি ধারাবাহিকে বেশি অভিনয় করেন। তবে বড় পর্দা থেকে ডাক আসছে না তার।

সম্প্রতি incodametrotv – এর তরফ থেকে শেয়ার একটি ভিডিও চন্দন সেনের এক সাক্ষাৎকার সামনে আসেন। নিজের কাজ ও চরিত্র নিয়ে তাকে কথা বলতে দেখা যায়।

চরিত্রে বাছাই করার প্রসঙ্গে অভিনেতা জানান, ‘চরিত্র বাছাই করার মতো অর্থনৈতিক অবস্থা আমার নেই। আমি যে চরিত্র বাছাই করব সেই অবস্থা আমার নেই। তবে অবশ্যই ভবিষ্যতে যদি তেমন কোনও চরিত্র আমার কাছে আসে, যা আমি একেবারেই করতে চাই না তখন আমি না বলে দেবো।’

অভিনেতা বলেন, ‘আমাকে সিরিয়াল বাঁচিয়ে রাখে। সিনেমা আমায় ডাকে না। ২০২৪ সালের যত সিনেমার রেজিস্ট্রেশন হয়েছে ২০২৫ সালে তার সংখ্যা অনেক কম। তাই কাজ আছে বা কাজ হচ্ছে এই কথাটা বলা ঠিক হবে না।’