‘দূরে সরে গেল…ওদের আসল রূপ দেখলাম…’, মুখ খুললেন অভিনেতা ঋজু বিশ্বাস

অভিনেতা ঋজু বিশ্বাস

সেলিব্রেটিদের জীবনে ঝড় ওঠে আবার থেমেও যায়। তেমনি একজন হলেন ছোটপর্দার অভিনেতা ঋজু বিশ্বাস। ‘বউ কথা কও’, ‘তোমায় আমায় মিলে’, ‘গোধূলি আলাপ’ এর মতো একাধিক জনপ্রিয় মেগা ধারাবাহিকে কাজ করেছেন। পেয়েছেন দর্শকের ভালোবাসা।

কিন্তু মাঝে সোশ্যাল মিডিয়ায় আচমকাই তাকে নিয়ে বিতর্কের ঝড়। ‘ইউ গুড লুক ইন শাড়ি’ এই তকমাটা যেন চাপিয়ে দেওয়া হয় তার গাঁয়ে। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ থেকে তারকাদের মিমসে ভরে ওঠে শুধু তাই নয় একসময় যাদের সাথে স্ক্রিন শেয়ার করেছেন তারাও খিল্লি করতে ছাড়েনি। এমনকি তার ক্যান্সার আক্রান্ত মাকে নিও নিন্দা করতে ছাড়েননি কেউ।

তবে সেই সময় হাল ছাড়েননি তিনি। মুখ বুজে সহ্য করেছেন সব অপমান, সেই লড়াই পেরিয়ে আবারও কাজে ফিরেছেন অভিনেতা। ২০২৫ সালটা হয়তো সারা জীবনে ভুলতে পারবেন না  কেমন অভিজ্ঞতা হল তার। এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে ঋজু বলেন, ‘অনেক মানুষকে চিনতে পারলাম। এতদিন যাঁদের বন্ধু বলে ভাবতাম, একটা ঘটনায় তাঁরা দূরে সরে গেল। শুধু তাই নয়, আড়ালে-আবডালে তাঁরা আমার বদনাম করতেও ছাড়েনি। , ‘জীবন থেকে শিক্ষা নিয়েছি। আমি বরাবরই একটু আবেগপ্রবণ। তবে কিছু ক্ষেত্রে আবেগকে বেশি গুরুত্ব দেওয়া চলবে না, সেটা বুঝেছি। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ার দৌরাত্ম্য যে কতটা ভয়ানক হতে পারে, সেটাও জানলাম।’