“সঠিক পারিশ্রমিক দেয়নি…হুমকি দিয়েছেন আমায়…”, ক্ষোভ প্রকাশ অভিনেত্রী অলিভিয়া সরকারের

অলিভিয়া সরকার

ছোটপর্দায় খুব একটা দেখা না গেলেও ইতিমধ্যেই বড়পর্দায় অভিনেত্রী অলিভিয়া সরকারের অভিনয় সাড়া ফেলেছে দর্শকমহলে। সম্প্রতি পর্দার ‘ডোডো দা’ ওরফে অর্পণ ঘোষালের সাথে জুটি বেধে আসছে ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’। ইতিমধ্যেই চলছে জোরকদমে প্রচার। তবে আচমকাই প্রচার অনুষ্ঠান থেকে সড়ে দাঁড়ালেন অলিভিয়া। কিন্তু কেন?

এই প্রসঙ্গে আজকাল ডট ইন কে অলিভিয়া জানান, ‘প্রযোজক আমার বিরূদ্ধে অভিযোগ এনেছেন, আমি নাকি সংবাদমাধ্যমকে ম্যানিপুলেট করেছি। সেটা করার ক্ষমতা বা স্বার্থ নেই আমার। এখনও রোজ স্ট্রাগল করে যাচ্ছি।’

অলিভিয়ার কথায়, “প্রযোজনা সংস্থা সঠিক পারিশ্রমিক পর্যন্ত দেয়নি আমায়। এদিকে কিন্তু প্রোডাকশনের আর্থিক সমস্যা হচ্ছে দেখে আমি অনেকটা পারিশ্রমিক কমিয়েছি। কিন্তু শেষ সিডিউলে উনি কাজ করিয়ে টাকা দেননি। আমি কথা বলেছিলাম ওঁদের সঙ্গে, কিন্তু কোনও ঝামেলায় যেতে চাইনি। কিন্তু পরে আমার সঙ্গে যা ব্যবহার করা হয়েছে সেটা মেনে নেওয়া যায়‌ না।”

অভিনেত্রী আরও বলেন, “বিষয়টা এখন পুরোটাই আত্মসম্মানের। এই ছবির জন্য অনেককিছু হারাতে হয়েছে আমায়। আর্থিকভাবে অনেক ক্ষতির মুখে পড়েছি। ভগবানের আশীর্বাদ আর দর্শকের ভালবাসায় হয়তো আবারও ভাল দিন আসবে, এই খারাপ সময় কেটে যাবে। কিন্তু শিরদাঁড়াটা বিক্রি করতে পারলাম না।”

অলিভিয়ার কথায়, “এমনকী পরে জানতে পেরেছি, প্রযোজক ট্রেলার থেকে আমার অভিনীত অংশ কমাতে বলেছিলেন। এর আগে আমার একটা গান বাদ দিয়েছেন। আর্টিস্টদের নিয়ে খেলাটা একদম পছন্দ করি না। আমায় আবার হুমকি দিয়েছেন, যদি ছবির কোনও ক্ষতি হয় তাহলে আমাকে নাকি দেখে নেবেন। আমি তো কিছুই করিনি আর করবও না।’

“এর আগেও বহু প্রমোশন হয়েছে যেখানে আমায় ডাকা পর্যন্ত হয়নি‌। এবার যখন আমি আত্মসম্মানের খাতিরে প্রচার থেকে সরেছি, তখন আমায় দোষ দেওয়া হচ্ছে। ষড়যন্ত্র বা পলিটিক্স করে কেউ কখনও ভাল কাজ করতে পারে না। আমি শেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম সবটা মিটিয়ে নেওয়ার। কিন্তু প্রযোজনা সংস্থা সেভাবে সহযোগিতা করেনি। এর সঠিক কারণ আমার ঠিক জানা নেই।”