হারিয়েছিলেন কাজ! ‘আমার কাজ তাঁদের ভালো লাগেনি’, ছোটপর্দায় ফিরে বললেন তৃণা

তৃণা সাহা

ছোটপর্দার পর বেশকিছু দিন সিনেমা-সিরিজের কাজ নিয়েই ব্যস্ত ছিলেন অভিনেত্রী তৃণা সাহা। তবে এই মুহূর্তে আবারও ছোটপর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী। স্টার জলসার পর্দায় ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকে ইন্দ্রজিৎ বসু-র সঙ্গে দেখা যাবে তাকে।

সিনেমা সিরিজ ছেড়ে আচমকা আবার কেন ছোটপর্দায় ফিরলেন অভিনেত্রী? এই প্রসঙ্গে কোন এক সংবাদমাধ্যমকে তৃণা জানান, “আমি টেলিভিশনে ফিরব না, এমন কথা কখনো ভাবিনি।’ সঙ্গে স্পষ্ট করলেন, ‘আমার হাতে এখন এত কাজও নেই যে, টেলিভিশনের অফার ফিরিয়ে দেব। সিনেমা সিরিজের কিছু কাজ এসেছিল, হয় আমার কাজ তাঁদের ভালো লাগেনি। বা আমার কিছু জিনিস তাঁদের ভালো লাগেনি।”

২০২৪ সালের মাঝেই গভীর জলের মাছে তার না থাকা নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন। প্রথম সিরিজে তার চরিত্রটি দর্শকের কাছে ভালো লাগলেও দ্বিতীয় সিরিজে তার চরিত্রটিকে মৃত দেখানো হয়। এরপর মাতঙ্গী সিরিজের শ্যুটিংয়ের সময় তৃণা সাহার সঙ্গে সোহিনী সরকারের মতবিরোধের কথাও শোনা যায়। ঝগড়া করে নাকি শুটিং ছেড়ে বেরিয়ে যান তৃণা। সোহিনীর সঙ্গে কথা কাটাকাটিও হয়। এই ঘটনা যদিও অনেক আগের।

তবে এসব নেগেটিভিটিকে দূরে রেখেই কাজে মন দিয়েছেন অভিনেত্রী। এর আগে লাভ বিয়ে আজকাল ধারাবাহিকে দেখা গিয়েছিল তৃণাকে।