‘এরা সব করতে পারে’, দাদুর মৃত্যু ঘিরে মধুবনীর ভিডিও করা নিয়ে কটাক্ষ নেটপাড়ায়

মধুবনী গোস্বামী

সকাল সকাল ফেসবুকে ভিডিও করে দুঃসংবাদ শেয়ার করেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। বৃহস্পতিবার অভিনেত্রী ঠাকুরদা প্রয়াত হন। যিনি মধুবনী প্রিয় মানুষ ছিল।  ঠাকুরদাকে মোটা দাদা বলে ডাকতেন মধুবনী।

মোটা দাদাকে হারিয়ে শোকস্তব্ধ মধুবনী । তবে ঠাকুরদার মৃত্যু ঘিরে অভিনেত্রীর করা ভিডিও ঘিরে তীব্র সমালোচনা করছেন নেটিজেনরা। ‘ওম শান্তি’ লিখে শুরু হলে মধুবনীর ভিডিও একটি ‘কনটেন্ট’-এ তৈরি হয়।

অভিনেত্রী এই ভিডিওতে ভাগ করে নেন তার সঙ্গে ঠাকুরদার কাটানো শৈশবের স্মৃতি। মধুবনী কষ্ট প্রকাশ করতে পারে না সেটাও জানান। অভিনেত্রীর জানান, তার ভিডিও বানানোর তেমন কোন প্ল্যান ছিল না। পরে ভিডিও ডিলিটও করে দিতে পারেন।

ভিডিওর সেশে দাদুর জন্য গানও গান অভিনেত্রী। আর ভিডিওতে অধিকাংশ লোকজন ভালো চোখে নেননি। অনেকের মতে, মধুবনী কষ্ট প্রকাশ করতে না পারলেও ক্যামেরা অন করে কষ্ট প্রকাশ করে দিলেন।’ আবার অনেকের মতে এরা ভিউসের জন্য সব করতে পারে।