বাংলা ধারাবাহিকের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তা। যার ফলে দুশ্চিন্তায় কলাকুশলীরা। এখন ধারাবাহিক এক মাসেও বন্ধ করে দেওয়া হচ্ছে টিআরপির অভাবে। ইতিমধ্যে শুটিং শেষ হয়েছে জি-বাংলার জনপ্রিয় মেগা ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিক। ১১ মাসেই ইতি এই ধারাবাহিকের গল্প।
তবে এবার আরও ধারাবাহিক বন্ধ হওয়ার খবর আসছে সূত্রের মারফত। তবে জি-বাংলার একের পর এক ধারাবাহিক কেন বন্ধ করছেন তার উত্তর নেই। যেকোনো ধারাবাহিকের গল্প তুলে ধরতে একটু সময় দিতে হয় কিন্তু সেই সুযোগ পাচ্ছেন না গল্পের অভিনেতা-অভিনেত্রীরা।
নতুন ধারাবাহিকের আগমনে শোনা যাচ্ছে এবার আরও তিনটি ধারাবাহিক বন্ধ হতে চলেছে। প্রথমে মাত্র ২ মাসেই বন্ধ হচ্ছে নতুন ধারবাহিক অষ্টমী। সেই তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরেছিলাম।
তবে এই মুহূর্তে আপডেট অনুযায়ী, অষ্টমী ধারাবাহিকের পর বন্ধ করে দেওয়া হবে ‘আলোর কোলে’ এবং ‘যোগমায়া’ ধারাবাহিক। টিআরপি ব্যর্থ হওয়াই ধারাবাহিক বন্ধের মূল কারণ।