স্টার জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’। সম্প্রতি চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রোমো। তবে প্রোমোতে প্রকাশ্যে আসেনি কোন চরিত্রের মুখ। তবে জানা যাচ্ছে আসন্ন ধারাবাহিকে আসতে চলেছে ছোটপর্দার জনপ্রিয় নায়ক নায়িকা।
ধারাবাহিকে ফিরছেন অভিনেতা সৌরভ চক্রবর্তী। এ কথা আগেই জানিয়েছি আপনাদের। তবে জানা যাচ্ছে ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিক দিয়েই ছোটপর্দায় ফিরছেন অভিনেতা। বিপরীতে নায়িকা হিসাবে কাকে দেখা যাবে আসন্ন ধারাবাহিকে?
জানা যাচ্ছে, সৌরভ চক্রবর্তী’র সঙ্গে জুটি বাঁধবেন শুভস্মিতা মুখোপাধ্যায়। এই প্রথমবার পর্দায় জুটি বাঁধবেন সৌরভ-শুভস্মিতা। জুলাই মাস থেকেই শুরু হয়ে যাবে মেগার শুটিং। প্রায় ৯ বছর পর আবার ছোট পর্দায় ফিরছেন অভিনেতা সৌরভ। অন্যদিকে শুভস্মিতা কে শেষবারের মত দেখা গেছে ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে।