2025 সালে দর্শকের মন জয় করল ছোটপর্দার এই ৪ অভিনেত্রী

বাংলা টেলিভিশনের সিরিয়ালগুলি নায়িকা হওয়ার ইঁদুর দৌড়ে বিশ্বাসী অনেকেই। তবে দর্শকের মন জয় করে চর্চায় উঠে আসে হাতে গোনা কয়েকজন। বছর শেষে চলুন  আরও একবার ফিরে দেখা যায় বাংলা টেলিভিশনের কোন কোন অভিনেত্রী অল্প সময়ে দর্শকের মন জিতে উঠে এলো সোশ্যাল মিডিয়ার চর্চায়।

ঈশানী চট্টোপাধ্যায়

১. ঈশানী চট্টোপাধ্যায় (পরিণীতা) 

নিজের প্রতিভার জোরে অল্প সময়ের মধ্যে দর্শকের মন জায়গা করে নেওয়ার উজ্জ্বল উদাহরণ ঈশানী চট্টোপাধ্যায়। যাকে আপনারা পরিণীতা ধারাবাহিকে নিয়মিত পারুল চরিত্রে অভিনয় করতে দেখতে পারছেন । এটি তার প্রথম ধারাবাহিক, আর প্রথম ধারাবাহিকেই অভিনয় করে উঠে এসেছেন চর্চায়। শুরু টিআরপি এক নাম্বারে নয়, বাংলা সিরিয়ালের নায়িকাদের সেরার তালিকায়ও এক নম্বর স্থানে রয়েছে ঈশানী।

চিরদিনই তুমি যে আমার

২. দিতিপ্রিয়া রায় (চিরদিনই তুমি যে আমার) 

২০০৮ সালে স্টার জলসার দুর্গা ধারাবাহিকে গৌরী চরিত্রের হাত ধরে ছোটপর্দায় আত্মপ্রকাশ। ইন্ডাস্ট্রিতে অভিনয় জীবন ১৭ বছরের। স্বাভাবিকভাবেই দিতিপ্রিয়া রায়ের অভিনয় জীবনের দক্ষতা অনেক। একাধিক ধারাবাহিক, সিনেমা, সিরিজে ইতিমধ্যে কাজ করে পাকাপাকি ইন্ডাস্ট্রি সুনাম করেছেন।

২০২৫ সালে জি-বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের হাত ধরে আবারও দর্শকের মন জেতেন অপর্ণা হয়ে। জিতুর সাথে তার অনস্ক্রিন রসায়ন রাতারাতি সোশ্যাল মিডিয়ায় চর্চায় উঠে আসে। এমনকি জিতু-দিতিপ্রিয়ার জুটি বাংলা টেলিভিশনের ম্যাজিকাল জুটিতে পরিণত হয়। তবে সহ-অভিনেতার সাথে বিতর্কের জেরে ধারাবাহিক থেকে সরে দাঁড়ান দিতিপ্রিয়া। তবে আজও অপর্ণা হিসাবে তিনি অধিকাংশ মনে জায়গা রেখে গেছেন।

শিরীন পাল

৩. শিরীন পাল (চিরদিনই তুমি যে আমার) 

চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দিতিপ্রিয়া রায় সরে যাওয়ার পর হাল ধরেছেন নবাগতা নায়িকা শিরীন পাল। ঝাড়গ্রামের এই মেয়ের এন্ট্রির দিন থেকে সোশ্যাল মিডিয়ার চর্চায় উঠে এসেছেন। খুব অল্প সময়ে অপর্ণার চরিত্রে নিজেকে মেলে ধরেছেন শিরীন।

দিতিপ্রিয়ার প্রাণ সৃষ্টিকারী চরিত্রে শিরিনকে নিয়ে প্রথমে সংশয় থাকলেও আজ তার বিন্দুমাত্র নেই। ইতিমধ্যে দর্শকের ঘরে ঘরে পৌঁছে গেছেন তিনি। এমনকি সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হচ্ছে ঝাড়গ্রামের এই মেয়ে। নতুন হিসাবে শিরিন এককথায় অসাধারণ।

সাইনা

৪. সাইনা চট্টোপাধ্যায় (কনে দেখার আলো) 

মাত্র ১৪ বছর বয়সে নায়িকা হয়ে দর্শকের মন জিতছে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সাইনা চট্টোপাধ্যায়। জি-বাংলার ‘কনে দেখার আলো’র লাজবন্তী। এর আগে ‘অনুরাগের ছোঁয়া’য় অভিনয় করলেও এই ধারাবাহিকের হাত ধরেই চর্চায় উঠে এসেছেন সাইনা। বর্তমানে ঘরে ঘরে পরিচিত করেছেন লাজু হিসাবে।