আগে বাংলা টেলিভিশনের সিরিয়ালগুলি নায়িকা হওয়ার ইঁদুর দৌড়ে বিশ্বাসী ছিলেন অভিনেত্রীরা। কারণ তখন নায়িকা মানেই জনপ্রিয়তা। তবে সেই মিথ ভেঙেছে। আজকার বাংলা সিরিয়ালগুলিতে চ্যালেঞ্জিং চরিত্রগুলি নায়িকা সমতুল্য জনপ্রিয়তা অর্জন করছে। আর এরকম কিছু চ্যালেঞ্জিং চরিত্র রয়েছে যারা নিজেরদের সেরা অভিনয় দিয়ে দর্শকের মন জিতে নিয়েছে। চলুন জেনে নিই ৫ জনপ্রিয় অভিনেত্রীর সম্পর্কে যারা নায়িকা না হলেও দর্শকের কাছে ভীষণ প্রিয়।
পুতুল (শ্রীতম ভট্টাচার্য)
চ্যালেঞ্জিং চরিত্র বললেই প্রথমে যে নামটি মাথায় আসে সেটি হল পুতুল। জি-বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে পুতুল চরিত্র অভিনয় করেছেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। ‘জল নূপুর’ ধারাবাহিকের আইকনিক চরিত্রে পারি পাগলির পর এই প্রথম কোনও স্পেশাল চাইল্ডের চরিত্র টিভির পর্দায় এতটা জনপ্রিয়তা অর্জন করেছে। এই কথা বললে বোধহয় ভুল নয়, স্পেশাল চাইল্ডের ভূমিকায় শ্রীতমা অপরাজিতা আঢ্যের রেকর্ড ভেঙে দিয়েছে।
গিনি (ঐশী ভট্টাচার্য)
এবার আসা যাক অভিনেত্রী ঐশী ভট্টাচার্যের কথায়। ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিক শেষ হলেও ‘গিনি’ চরিত্রটি দর্শকের মনে রয়ে যাবে। নায়িকা না হলেও পার্শ্বচরিত্রে অভিনেত্রী ঐশী ভট্টাচার্য এমন একটি চ্যালেঞ্জিং চরিত্র যেভাবে পর্দায় তুলে ধরেছিলেন তা প্রশংসনীয়।
প্রথমদিকে গিনি চরিত্রে অতটা চ্যালিঞ্জ না হলেও বিয়ের পর থেকে এই চরিত্র অন্য শেড আসে। যেখানে দেখানো হয় নিজের স্বামী কাছ থেকে প্রতিনিয়ত শারীরিক নির্যাতনের শিকার গিনি। এরকম একটা বিষয়বস্তু পর্দায় তুলে ধরা মুখে কথা নয়। তবে অভিনেত্রী ঐশী ভট্টাচার্য নিজের ১০০ শতাংশ দিয়েছেন এই চরিত্রটি সার্থক করে তুলতে।
কৌশিকী মুখার্জি (রূপসা চক্রবর্তী)
অভিনেত্রী রূপসা চক্রবর্তী, এই অভিনেত্রীকে পছন্দ করে না এমন দর্শক খুব কম রয়েছে বাংলা টেলিভিশনে। নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে হাজার হাজার দর্শকের মন জয় করেছেন একাধিক ধারাবাহিকের মাধ্যমে। পার্শ্বচরিত্রে অভিনয় করলেও পর্দার নায়িকার চেয়ে তিনি কম কিছু নয়।
বর্তমানে তাকে দর্শক কৌশিকী মুখার্জি হিসাবে চেনেন। কৌশিকী চরিত্রে তার অভিনয় সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে কৌশিকী চরিত্রটি এমন একটি চরিত্র যেখানে নায়িকা থেকে বেশি চর্চা হয় তার। নিজের সুপ্ত অভিনয়ে কৌশিকী চরিত্রটি প্রাণবন্ত করে তুলছেন রূপসা চক্রবর্তী।
কৃষ্ণা (অরিজিতা মুখোপাধ্যায়)
অকপটে স্বীকার করতে হয় জি-বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের জনপ্রিয়তা পিছনে সৃজন-পর্ণার পাশাপাশি আরও যেই চরিত্রে অবদান রয়েছে সেটি হল কৃষ্ণা। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়।
ধারাবাহিকে কৃষ্ণা চরিত্রটি এমন একটি চরিত্র যিনি ছেলের ভালোবাসায় অন্ধ, হিংসুটে শাশুড়ি অন্যদিকে পর্দার ভিলেন। বলাই বাহুল্য, ধারবাহিকের অন্যতম আকর্ষণ হল পর্ণার শাশুড়ি।
দিব্যা সেন (প্রিয়া পাল)
জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক। এই ধারাবাহিক জগদ্ধাত্রী-কৌশিকী, মেহেন্দি ছাড়াও আরও একটি চরিত্রে জনপ্রিয়তা অর্জন করেছে। সেটি হল দিব্যা সেন, যেই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী প্রিয়া পাল। বহুবছর বাদে এই ধারাবাহিকে ভিলেন হয়ে ফিরেছন অভিনেত্রী। পার্শ্বচরিত্র হলেও নিজের সেরা অভিনয় দিয়ে খুব অল্প সময়ের মধ্যে দিব্যা সেন চরিত্রটি দর্শকের মাঝে জনপ্রিয় করে তুলেছেন প্রিয়া।