পার্শ্ব চরিত্রে অভিনয় করেও মুখ্য চরিত্রকে ছাপিয়ে গেছে এই ৮ অভিনেতা

ছোট পর্দা হোক বা বড় পর্দা মুখ্য চরিত্রের কদর সবচেয়ে বেশিই থাকে। তবে এমন কিছু অভিনেতা রয়েছে যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করে নিজেদের অভিনয় গুনে মূল চরিত্রকে ছাপিয়ে যায়। সিনেমা বা ধারাবাহিকের জনপ্রিয়তার পিছনে তাদের ভুমিকা নায়কদের থেকে কম কিছু নয়। তাদের মানুষের মনে ছাপ ফেলে যায়। আজ তেমনি কিছু দক্ষ পার্শ্ব চরিত্রের দক্ষ অভিনেতার কথা তুলে ধরা হল।

১. দুলাল লাহিড়ী:

দুলাল লাহিড়ী

বর্ষীয়ান অভিনেতা দুলাল লাহিড়ীকে বাংলা দর্শক চেনেন তার অভিনয়ের মাধ্যমে। একসময় বহু সিনেমায় তাকে ভিলেন চরিত্রে দেখা গিয়েছিল। বর্তমানে তিনি ছোট পর্দায় অভিনয় করছে। পার্শ্বচরিত্র হলেও জনপ্রিয় ধারাবাহিক খড়কুটো তার মজার অভিনয় সবার প্রিয়। এই ধারাবাহিকের জনপ্রিয়তার পিছনে তার অবদান কম কিছু নয়। এছাড়াও তিনি মোহর ধারাবাহিকে রয়েছেন। এর আগে ‘মেম বউ’, ‘কেয়ার করি না’, ‘কনকাঞ্জলি’ মতো সিরিয়ালে তাকে দেখা গেছে।

২. কুশল চক্রবর্তী:

কুশল চক্রবর্তী

আরেক পার্শ্ব চরিত্রে জনপ্রিয় অভিনেতা হলেন কুশল চক্রবর্তী। তিনি অবশ্য একজন পরিচালকও বটে। বহু সিনেমায় ভিন্ন ধরণের ভূমিকায় তিনি ধরা দিয়েছে। বর্তমানে ছোটপর্দায় ‘বরণ’ এবং দেবশ্রী রায়ের বিপরীতে ‘সর্বজয়া’ ধারাবাহিকে অভিনয় করছেন।

৩. শুভাশীষ মুখার্জিঃ

শুভাশীষ মুখার্জিঃ

শুভাশীষ মুখার্জিকে কে চেনেন না এমন মানুষ বাংলায় বিরল।  নব্বইয়ের দশকের বহু সিনেমায় অভিনয় করেছেন। তাকে কমেডিয়ান রাজা বলা হয়। নিজের অভিনয় গুনে বরাবরই টেক্কা দিয়েছে সিনেমার নায়কদের। এখন তিনি স্টার জলসার ‘খেলাঘর’ ধারাবাহিকে অভিনয় করছেন।

৪. চন্দন সেন:

চন্দন সেন

চন্দন সেন বাংলা ইন্ডাস্ট্রির একজন দক্ষ অভিনেতা। যিনি নিজের অভিনয় দিয়ে দর্শকে চোখে জল এনে দেন। এই হেভিওয়েট অভিনেতা মুখ্য চরিত্রে অভিনয় না করলেও নায়কের চেয়ে কম কিছু নয়। বহু বছর ধরে থিয়েটারের পাশাপাশি সিনেমা ও ছোট পর্দায় কাজ করছেন তিনি। বর্তমানে তিনি ‘খড়কুটো’ ধারাবাহিকে কমেডিয়ান চরিত্রে অভিনয় করছেন। এর আগেও প্রচুর ধারাবাহিক করেছেন। তবে ‘ইচ্ছে নদী’তে তার অভিনয় দর্শকের মনে দাগ কেটেছিল।

৫. অম্বরিশ ভট্টাচার্য:

অম্বরিশ ভট্টাচার্য:

বাংলা দর্শকের অক্সিজেন অম্বরীশ ভট্টাচার্য। এক কথায় হাসির রাজা। তার অভিনয়ের কোনও তুলনা হয় না। আট থেকে আশি সবার কাছে খুব প্রিয় মানুষ তিনি। সিনেমা ও ধারাবাহিকে প্রচুর কাজ করেছেন। ‘রাজা ও গজা’ থেকে প্রচুর খ্যাতি অর্জন করেছেন। বর্তমানে ‘খড়কুটো ধারাবাহিকে পটকা চরিত্রে অভিনয় করছেন।

৬. সুমন্ত মুখার্জিঃ

সুমন্ত মুখার্জিঃ

সুমন্ত মুখার্জি বাংলা দর্শকের কাছে একজন ভিলেন। কারণ তার ভিলেন চরিত্রে দক্ষ অভিনয় দর্শকের খুব পছন্দের। খলনায়ক ছাড়াও তিনি অন্য চরিত্রে অভিনয় করেছেন সবেতেই তিনি সাফল্য।

৭.শংকর চক্রবর্তীঃ

শংকর চক্রবর্তীঃ

বাংলা ইন্ডাস্ট্রির একজন হেভিওয়েট অভিনেতা শংকর চক্রবর্তী। ছোট পর্দা হোক বা বড় পর্দা, চুটিয়ে রাজত্ব করছেন তিনি। ‘কৃষ্ণকলি’, ‘ইষ্টিকুটুম’, ‘মা’, ‘কুসুমদোলা’র মতো হেভিওয়েট  ধারাবাহিকে অভিনয় করেছে। তার অভিনয়ের প্রতিভার কাছে বর্তমান ইন্ডাস্ট্রির যেকোনো নায়ক হেরে যাবে।

৮. সুদীপ মুখার্জিঃ

সুদীপ মুখার্জিঃ

সিনেমা ও ধারাবাহিকে অভিনেতা সুদীপ মুখার্জিকে বরাবরই পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা গেছে। কিন্তু তার অভিনয়ের কাছে হার মানবে মুখ্য চরিত্রের অভিনয়ও। বর্তমানে ‘শ্রীময়ী’ ধারাবাহিকে অভিনয় করছেন।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here