তিন বছরের চাকরি ছেড়ে অভিনয় জগত! ‘স্ট্রাগল করে কোনও পজ়িশনে না পৌঁছলে জীবনে মজা নেই’, বললেন সোহিনী

অভিনেত্রী সোহিনী গুহ রায়

বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী সোহিনী গুহ রায়। এই মুহূর্তে বাংলা সিরিয়ালে কাজ না করলেও তিনি চুটিয়ে কাজ করছেন ওয়েব সিরিজ আর বড়পর্দায়। শেষবারের মতো তাকে পর্দায় দেখা গিয়েছিল দ্বিতীয় বসন্ত ধারাবাহিকে।

এই ধারাবাহিকের পর থেকে তার ক্যারিয়ার পাল্টে যায়। তবে অভিনয় জীবনে এত সাফল্যে খুব তাড়াতাড়ি আসেনি অভিনেত্রীর জীবনে। যদিও সোহিনী মনে করেন স্ট্রাগলটা জীবনের অংশ। ওটা সকলকে অবশ্যই করা উচিত।

এই প্রসঙ্গে একসময় এই সময়কে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘কঠিন পরিস্থিতি জীবনে আসবেই। স্ট্রাগল করে সেই উচ্চতায় বা পজ়িশনে পৌঁছনো উচিত। না হলে জীবনে ফ্লেভার নেই। তিন বছর স্ট্রাগল করেই চাকরি করেছি। তার পর ইন্ডাস্ট্রিতে। কঠিন মুহূর্ত কবে বন্ধ হবে বলা কঠিন। ‘

সুত্রঃ eisamay . com