অর্থের অভাবে হচ্ছিল না চিকিৎসা, ত্রাতা হয়ে ৫ মাসের সদ্যোজাত’র প্রাণ বাঁচল সোনু সুদ

সোনু সুদ

গরিবের ভগবান সোনু সুদ । লকডাউনে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে রিয়েল হিরো অবতারে হাজির হয়েছিলেন সোনু। তারপর থেকে যখনি মানুষ বিপদে পড়েছে সোনু সুদকে পাশে পেয়েছেন।

পড়ুয়াদের পড়াশোনার সুযোগ সুবিধা পাশাপাশি দুঃস্থ মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। বিপদের দিনে কি করে মানুষের পাশে থাকতে হয় শিখিয়ে দিয়েছেন যুব সমাজকে। বাস্তবে তার কাহিনী অন স্ক্রিনের হিরোকেও হার মানাবে।

আবারও ফের লাইমলাইটে সোনু সুদ। বাঁচালেন ৫ মাসের সদ্যোজাত’র জীবন। রাজস্থানের ৫ মাসের শিশু সানিয়ার হার্টে ফুটো। জন্ম থেকেই হৃদয়ে ছিদ্র তার। শিশুটির বাবা-মা অত্যন্ত গরীব। টাকার অভাবে শিশুটি চিকিৎসা হচ্ছিল না। তার বাবা-মা আশা ছেড়ে দিয়েছেন। এই পরিস্থিতিতেই ত্রাতা হয়ে পাশে দাঁড়ালেন সোনু সুদ।
শিশুটির পরিবার টুইট করে জানিয়েছিলেন সোনুকে। ঘটনা নজরে পড়ায় সোনু সুদ এগিয়ে আসেন এবং তার ফাউন্ডেশন টিম শিশুটিকে উদ্ধার করে। শিশুটিকে চিকিৎসা’র জন্য মুম্বাইয়ে নিয়ে আসা হয় এবং ২৫ দিন চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফেরত যায়। সানিয়ার বাবা-মা ভাবতেই পারেননি এইভাবে সোনুকে তাদের পাশে পাবেন। সন্তানের প্রাণ ফিরে পেয়ে সোনুকে চির কৃতজ্ঞতা জানায় সানিয়ার বাবা-মা।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here