নতুন ধারাবাহিকের জন্য আচমকাই পর্দা থেকে বিদায় নিয়েছে দুপুরের মেগা সিরিয়াল ‘কাজল নদীর জলে’। মাত্র দুই মাসেই শেষ হল এই মেগা ধারাবাহিক। এই ধারাবাহিক বন্ধের আগে থেকে নোটিশ মেলেনি। রাতারাতি শুটিং শেষ করা হয়।
অনেক আগেই ধারাবাহিকের শুটিং শেষ হয়ে গেছে তবে ৯ নভেম্বর পর্দা থেকে চিরতরে বিদায় নিয়েছে ‘কাজল নদীর জলে’। স্বাভাবিক ভাবেই মন খারাপ ধারাবাহিকের নায়িকা অরুণিমা হালদারের। ত্রিকোন প্রেমের গল্প নিয়ে শুরু হয়েছিল এই মেগা।
‘কাজল নদীর জলে’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং মৈনাক বন্দ্যোপাধ্যায়। টিভি থেকে বিদায় নেওয়ার সময় সিরিয়ালের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অরুণিমা লেখেন, আজকের শেষ পর্বটি আমাকে কিছুটা আবেগপ্রবণ করে তুলছে কারণ আমি এমন একটি চরিত্রে অভিনয় করতে মিস করব যেটা বাস্তবতার কাছাকাছি, ক্রমাগত পিতৃতন্ত্রের বিরুদ্ধে লড়াই করছে এবং নিজের পরিচয় তৈরি করতে আগ্রহী। হ্যাঁ গল্পটি “অপ্রচলিত” ছিল, আমরা বাংলা টেলিভিশন সিরিয়ালে যা দেখি তার মতো নয়। আর আমি এটার অংশ হতে পেরে খুশি।’
অরুণিমা আরও লেখেন, ‘আমি সবাইকে কথা দিচ্ছি আগামীতেও আমি এমন সুন্দর গল্পের অংশ হয়েই আসব। নিজের মন প্রাণ দিয়েই কাজ করব। আমি শিল্প এবং মানুষের উপর বিশ্বাস করি। আর অভিনেতা হিসেবে শেষ দিন পর্যন্ত তাতেই বিশ্বাস করে যাব। আমায় কঙ্কা হিসেবে ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।’
View this post on Instagram