বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ অভিনেত্রী অলকানন্দা গুহ। যিনি ইরাবতীর চুপ কথা, করুণাময়ী রানী রাসমণি, বধুয়া, জয়ী, নবাব-নন্দিনী সহ আরও বেশ কিছু ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। অভিনেত্রীর পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়ায় ভ্লগের জন্য খ্যাতি পেয়েছেন। নিজের ফেসবুক চ্যানেলে প্রতিনিয়ত নিজের খুঁটিনাটি তুলে ধরেন অভিনেত্রী।
তবে সম্প্রতি ফেসবুকে ভিডিও পোস্ট করে এক ধারাবাহিক নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী। আসলে বুলেট সরোজিনী ধারাবাহিকে একটি চরিত্রে অভিনয় করছিলেন। ধারাবাহিকটি গতকাল শেষ শুটিং হয়েছে। আর এই ধারাবাহিকের কাজ নিয়ে সোশ্যাল মিডিয়া এসে নিজের বাজে অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অলকানন্দা।
এই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আজ আপনাদের সঙ্গে আমার দুঃখের কথা শেয়ার করব কিন্তু আমার মুখ দেখে মনেই হচ্ছে না আমি দুঃখে আছি। এটা ভীষণ বাজে ব্যাপার। কিন্তু আজ আমার দুঃখের কথাও আমি হাসি মুখেই বলছি। একটা সিরিয়াল আমাকে প্রমিস করেছিল প্রত্যেক মাসে আমার ১৮ খানা ডেট থাকবে, আমার প্যারালাল ট্র্যাক থাকবে, আরও অনেক কিছু প্রমিস করা হয়েছিল আমাকে। কিন্তু মাসে ১৮ খানা তো দূরের কথা, সিরিয়াল শুরু হয়ে শেষও হয়ে গেল, কিন্তু আমি ১০টা ডেটও পেলাম না।”
অভিনেত্রী আরও বলেন, , ‘বুলেট সরোজিনী যেটা সবেমাত্র শেষ হয়ে গিয়েছে, সেটার র্যাপ আপ পার্টিতে আমায় ডাকা হয়েছিল। প্রথমে আমি ভেবেছিলাম যাব না কিন্তু সবাই বারবার ফোন করার পর আমি গিয়েছিলাম। আসলে এই কয়েকদিনে কারও সঙ্গেই আমার সম্পর্ক তৈরি হয়নি বিশেষভাবে। এই বুলেট সরোজিনী ধারাবাহিকের জন্য কোথাও আমায় কাজে নিত না। কেউ যদি আমায় ফোন করতেন, আমি যদি বলতাম হ্যাঁ আমি ফাঁকা আছি, তখনই তিনি বলতেন তুমি তো বুলেট সরোজিনী ধারাবাহিককে অভিনয় করছ। আমি কাউকেই বোঝাতে পারি না যে আমার ওই ধারাবাহিকে কোনও কাজই নেই। আমি কখনও মিথ্যা কথা বলি না।”